loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ করলো ভারত


চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ করলো ভারত

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ সোমবার (২২ জুলাই)) দুপুর ২.৪৩ মিনিটে যাত্রা শুরু করেছে। ইন্ডিয়ান স্পেইস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তাদের দ্বিতীয় চন্দ্রাভিযানে সফলভাবে এটি উৎক্ষেপণ করেছে। ভারতের একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ যানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত সপ্তাহে শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

চন্দ্রযান-২ উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পরে চতুর্থ দেশ হিসেবে ভারত চন্দ্রপৃষ্ঠে মহাকাশ যান অবতরণ করাতে যাচ্ছে।

গণমাধ্যম জানায়, আইএসআরও ১১ বছর আগে প্রথম লুনার মিশনে চন্দ্রযান-১ সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়ে। ২০০৯ সালের ২৯ অগাস্ট পর্যন্ত ৩১২ দিন মহাকাশযানটি কার্যক্রম পরিচালনা করেছিল।

দ্বিতীয় চন্দ্রযান চাঁদের দক্ষিণ-মেরুতে পানি ও বরফের সন্ধান করবে এবং গবেষণা চালাবে। 

গত রোববার সন্ধ্যা ৬.৪৩ মিনিট থেকে শুরু হয় উৎক্ষেপণের ক্ষণগণনা। জিএসএলভি এমকে-৩ রকেটে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২।

সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে আগামী সেপ্টেম্বরের ৬-৭ তারিখের মধ্যে। আইএসআরও বলেছে, এটাই প্রথম মহাকাশযান - যেটি চাঁদের পাথুরে অসমতল দক্ষিণ প্রান্তে সফট ল্যান্ডিং করবে।

Loading...