loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুল ও আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

টাইগারদের স্পিন কোচ ভেট্টোরি, পেইস বোলিং কোচ ল্যাঙ্গেফেল্ট


টাইগারদের স্পিন কোচ ভেট্টোরি, পেইস বোলিং কোচ ল্যাঙ্গেফেল্ট

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক খ্যাতনামা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি, এবং পেস বোলিং কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগাররা পাচ্ছে সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গেফেল্টকে। ভেট্টোরি আসছেন আগামী নভেম্বরে। ভারত সফর থেকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে কাজ করবেন তিনি। ল্যাঙ্গেফেল্টও দ্রুতই যোগ দেবেন দলে। তাঁর সঙ্গেও চুক্তি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভা শেষে সভাপতি নাজমুল হাসান নতুন পেইস ও স্পিন বোলিং কোচের নাম ঘোষণা করেন। এই দু’জন কোর্টনি ওয়াল্শ ও সুনীল যোশির স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এদিকে ল্যাঙ্গেফেল্টকে পূর্ণাঙ্গ মেয়াদে পেলেও কোচ হিসেবে আইপিএল-এ সুনাম কুড়ানো সাবেক বাঁহাতি স্পিনার ভেট্টোরিকে পূর্ণাঙ্গ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ দল।নভেম্বরে ভারত সফরের আগে যোগ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। 

এ-বছর বিশ্বকাপের পরে ওয়াল্শ ও যোশির সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিসিবি’র। এই দু’জনের পারফরম্যান্সের খুশি না হওয়ায় বোর্ড চুক্তি যে-নবায়ন করছে না - তা আগেই জানা গিয়েছিল। অবশ্য ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কাজে খুশি হওয়ায় তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করছে বিসিবি। ম্যাকেঞ্জি আগের মতোই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন। নতুন চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হবে ২০২০ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেছেন, “পেইস বোলিং কোচ খুঁজছিলাম আমরা। অবশেষে চার্ল ল্যাঙ্গেবেল্টকে চূড়ান্ত করেছি। তাঁর সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। তিনি পুরো সময়ের জন্যই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’

“স্পিন বোলিং কোচও আমরা পূর্ণ মেয়াদে পেয়েছিলাম। কিন্তু আমাদের যাঁকে পছন্দ, তাঁকে পূর্ণ মেয়াদে পাওয়া যাচ্ছে না। তাঁকে পাওয়া যাবে ভারত সফরের আগে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তিনি হচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। এই সময়ে তিনি আমাদের ১০০ দিন সময় দেবেন।”

তবে প্রধান কোচের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি বোর্ড। বিসিবি প্রধান জানান, প্রধান কোচের জন্য তালিকায় আছে কয়েকজনের নাম। শীঘ্রই এ-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Loading...