loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লোপেজ এবার ‘গডমাদার’


লোপেজ এবার ‘গডমাদার’

বিশ্বের সবচেয়ে বড় ড্রাগলর্ডদের অন্যতম কলম্বিয়ার গ্রিজেল্ডা ব্লাঙ্কো। ২০১২ সালে ৬৯ বছর বয়সে এক আততায়ীর গুলিতে মৃত্যু হয় এই কোকেইন গডমাদারের। এত বছর পরে আবার জীবিত হচ্ছেন গ্রিজেল্ডা; অবশ্য সেটি বড় পর্দায়। তাঁর জীবন ফিরবে চলচ্চিত্র হয়ে - যেখানে ব্ল্যাঙ্কোর চরিত্রে অভিনয় করবেন মার্কিন অভিনয়শিল্পী ও সঙ্গীত তারকা জেনিফার লোপেজ। ছবির নাম ‘দি গডমাদার’। অভিনয়ের পাশাপাশি তিনি ছবিটি প্রযোজনাও করবেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম।

লোপেজ বলেছেন, “গ্রিজেল্ডা ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে আকর্ষণ করতো, কৌতূহলী করতো। বড় পর্দায় এই রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ-ধরনের নেতিবাচক ও জটিল চরিত্র অভিনয়শিল্পীরা খুব কমই পান।”

উল্লেখ্য, গ্রিজেল্ডা ব্লাঙ্কোকে অপরাধ-জগৎ একনামে চেনে ‘লা মাদরিনা’ নামে - যার ইংরেজি অর্থ গডমাদার। তিনি মাদকের গডমাদার। আরও স্পষ্ট করে বললে -  তিনি কোকেইনের গডমাদার। দীর্ঘ প্রায় চার দশক তিনি কলাম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মাদকব্যবসা নিয়ন্ত্রণ করতেন। 

গত শতকের সত্তর-আশি দশকে যুক্তরাষ্ট্র্রে মাদকবাণিজ্যে বিপ্লব ঘটান তিনি। কারাগারে আটকে রেখেও না-কি তাঁর মাদক ব্যবসা বন্ধ করা যায়নি! সেখানে বসে তিনি নিরাপদে ব্যবসা পরিচালনা করেছেন।

ব্ল্যাঙ্কোর ছেলেবেলা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানতেন না তাঁর বাবা কে। এই পরিস্থিতি থেকেই ভয়ঙ্কর অপরাধের বীজ রোপিত হয়েছে তাঁর মধ্যে। জানা যায়, ১২ বছর বয়সের আগেই তিনি অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েন।

Loading...