loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু-আক্রান্ত, অবস্থা ভালোর দিকে


চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু-আক্রান্ত, অবস্থা ভালোর দিকে

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা আলমগীর ডেঙ্গু-জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন তাঁর অবস্থা ভালোর দিকে। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমকে এ-তথ্য জানিয়েছেন আলমগীরকন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

আঁখি জানিয়েছেন, গত সপ্তাহে তাঁর বাবা জ্বর অনুভব করেন। এরপর ২৫ জুলাই পরীক্ষার পরে ডেঙ্গু ধরা পড়ে। এখন চিকিৎসা ও ফলোআপ চলছে। প্রতিদিন দুইবেলা রক্ত পরীক্ষা করতে হচ্ছে তাঁর।

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক চিত্রনায়ক আলমগীরের। প্রথম ছবির সফলতার পরে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন গুণী এই অভিনেতা। শ্রেষ্ঠ অভিনেতা ও পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

অভিনয়ে সাফল্যের রেশ ধরে ১৯৮৫ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। প্রযোজক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। গত বছর তাঁর পরিচালনা ও প্রযোজনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

আশি ও নব্বই দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন আলমগীর। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রেই তিনি ছিলেন সফল।

Loading...