loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, রোনাল্ডো, রুপিনো


ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, রোনাল্ডো, রুপিনো

‘ফিফা বর্ষসেরা’ ফুটবলারদের ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ ১০ জনের তালিকায় মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম থাকলেও জায়গা হয়নি নেইমারের।

সেরা পুরুষ ফুটবলারদের তালিকায় স্থান পেয়েছেন - লিওনেল মেসি, রোনাল্ডো, ফ্রাঙ্কি ডি জং, ম্যাথিয়াস ডি লিট, ইডেন হ্যাজার্ড, হ্যারি কেইন, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যান ডাইক।

সেরা নারী ফুটবলারদের তালিকায় রয়েছেন - লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড), জুলি এর্তজ (যুক্তরাষ্ট্র), ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে), স্যাম কের (অস্ট্রেলিয়া), অ্যালেক্স মরগান (যুক্তরাষ্ট্র), এলেন হোয়াইট (ইংল্যান্ড), অ্যাডা হেগেরবার্গ (নরওয়ে), অ্যামান্দাইন হেনরি (ফ্রান্স), রোজ লাভেলে (যুক্তরাষ্ট্র), ভিভিয়ানে মিয়েডেমা (নেদারল্যান্ডস), মেগান রুপিনো (যুক্তরাষ্ট্র), ওয়েন্দি রেনার্ড (ফ্রান্স)।

বর্ষসেরা ১০জন কোচের তালিকায় আছেন - জামেল বেলমাদি (আলজেরিয়া), দিদিয়ের দেশম (ফ্রান্স), মার্সেলো গায়ার্দো (রিভার প্লেট), রিকার্দো গারেসা (পেরু), পেপ গার্ডিওলা (ম্যানচেস্টার সিটি), ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল), মাওরিসিও পচেত্তিনো (টটেনহ্যাম), ফার্নান্দো সান্তোস (পর্তুগাল), এরিক টেন হ্যাগ (আয়াক্স) ও তিতে (ব্রাজিল)।

২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ১৯ জুলাই পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন ফুটবল বিশেষজ্ঞদের বিশেষ প্যানেল। এখান থেকে সেরা তিন বেছে নিতে ভোটগ্রহণ শুরু হচ্ছে এখন থেকেই।

ক্রীড়া-সাংবাদিক, জাতীয় দলের কোচ ও অধিনায়কদের পাশাপাশি ভোট দিতে পারবেন সমর্থকেরাও। এরপর তিনজন বর্ষসেরা - সেরা কোচ, সেরা পুরুষ ফুটবলার ও সেরা নারী ফুটবলারের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। অনুষ্ঠানটি হবে ইতালির মিলানে।

Loading...