loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিইউপি’র একাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপিত


বিইউপি’র একাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল্স (বিইউপি)’র একাদশ প্রতিষ্ঠাবার্ষির্কী মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিইউপি কালচারাল ক্লাব ও লিটারেচার ক্লাবের যৌথ উদ্যোগে বিইউপি কনকোর্সে দিবসটি উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো: এমদাদ উল বারী প্রতিষ্ঠাদিবসের কেক কেটে এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে প্রতিষ্ঠানের ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মূল প্রবেশ পথে তৈরি করা হয় রঙিন তোরণ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রাস্তা, করিডোরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন ও নানা রঙের পতাকায়। এ-সময়, বিইউপি’র উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদারসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিইউপি’র কর্মকর্তা, শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী শেষ হয়।

Loading...