loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হারপিক, ব্লিচিং পাউডারে মশা মারার বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ


হারপিক, ব্লিচিং পাউডারে মশা মারার বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যাবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (৩১ জুলাই) এক তথ্যবিবরণীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ-বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

তথ্যবিবরণীতে বলা হয়, কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু তা জনস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।

এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রতি তিনদিন পরপর এই পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

Loading...