loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা ১২ অগাস্ট


বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা ১২ অগাস্ট

বাংলাদেশের আকাশে শুক্রবার (২ অগাস্ট) ১৪৪০ হিজরি সনের পবিত্র জিলহজ্ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে পবিত্র যিলহজ্জ মাস গণনা শুরু হবে। সে-হিসেবে আগামী ১২ অগাস্ট (সোমবার) দেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান ধর্ম প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-সময় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের তথ্যসচিব আনিসুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (১ অগাস্ট) সৌদি আরবে জিলহজ্ মাসের চাদঁ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। তাই সেখানে শুক্রবার থেকে জিলহজ্ মাস গণনা শুরু হয়েছে।

Loading...