loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

পিএসজিতে থাকতে নেইমারকে এমবাপ্পের অনুরোধ


পিএসজিতে থাকতে নেইমারকে এমবাপ্পের অনুরোধ

নেইমার ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে চাইছেন - এতে বোধহয় সন্দেহের অবকাশ নেই। তবে তাঁর ক্লাব-সতীর্থ কিলিয়ান এমবাপ্পে চান - নেইমার পিএসজিতেই থাকুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘আমি তাঁর (নেইমার) সঙ্গে সততা ও সম্মান বজায় রেখে কথা বলেছি। আমি তাঁকে আমাদের সঙ্গে থেকে যেতে বলেছি।’

২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড আরও বলেন, ‘সে (নেইমার) জানে আমি তাঁর সম্পর্কে কী ভাবছি। আমি তাঁকে শ্রদ্ধা করি।’

অবশ্য চাইলেও সহজেই বার্সেলোনায় যাওয়া হচ্ছে না নেইমারের। এক্ষেত্রে বড় বাধা নেইমারের ‘অবাস্তব’ মূল্য। এজন্য অবশ্য কিছুটা দায়ী পিএসজি-ই। নেইমারকে অবিশ্বাস্য মূল্য দিয়ে তাঁরাই কিনেছিল। এখন কিনতে গিয়ে এই দাম দিতে রাজি নয় বার্সা। যদিও নেইমার বার্সায় ফিরতেই মরিয়া বলে খবরে প্রকাশ।

যাহোক, এতো কিছুর পরেও নেইমারকে পাশে চান এমবাপ্পে। গত দুই বছরে দু’জনে মিলে পিএসজি’র আক্রমণভাগ গুছিয়ে এনেছিলেন। এই দু’জনের দুর্দান্ত বোঝাপড়ায় টানা দু’বার ফ্রান্সের ফুটবল লিগ শিরোপা বেশ অনায়াসেই ঘরে তুলেছে প্যারিসের ক্লাবটি। নেইমার বারবার ইনজুরিতে না পড়লে এই জুটি যে আরও বড় কিছু উপহার দিতে পারতো - তা স্বীকার করতেই হবে। তাই এমন জুটি ভেঙে যাক - তা কিছুতেই চান না এমবাপ্পে।

জুটি ভেঙে যাওয়ার ভয় যেমন এমবাপ্পেকে পেয়ে বসেছে, তেমনি চাপে পড়েছেন পিএসজি কোচ টমাস টুখেলও। নতুন মৌসুম শুরু হলো বলে, অথচ দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে সাবেক বার্সা-ফরোয়ার্ড যে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন - তাতে কিছুটা হলেও আশা দেখছেন এই জার্মান কোচ। তাঁর আত্মবিশ্বাসও বেড়েছে।

টুখেল বলেন, “নেইমার আমাদের সঙ্গেই আছে এবং আমরা লিগের প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়ার অপেক্ষায় আছি। সে ফুটবল ভালোবাসে এবং সে যখন মাঠে থাকে তখন নিজের সর্বোচ্চটাই দেয়। সে অনুশীলনেও ভালো করছে।”

Loading...