loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

জার্মান সুপার কাপ জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড


জার্মান সুপার কাপ জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড

চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতলো বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়ার হয়ে একটি করে গোল করেন পাকো আলকেইসার ও জেইডন সান্চো।

ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে শনিবার (৩ অগাস্ট) ফাইনালে মাঠে নামে দু’দল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। যাহোক, ৪৮ মিনিটে আলকেইসার ও ৬৯ মিনিটে সান্চো গোল করে বুরুশিয়ার জয় নিশ্চিত করেন।

জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগা ও জার্মান কাপ বিজয়ীর মধ্যে প্রতি প্রাক-মৌসুমে এই এক ম্যাচের টুর্নামেন্ট হয়ে থাকে। গত বছর বুন্দেসলিগা ও জার্মান কাপের দু’টি শিরোপাই ঘরে তুলেছিল বায়ার্ন, তাই এবার সুপার কাপে লিগের রানার্সআপ ডর্টমুন্ডের মুখোমুখি হলো বাভারিয়ানরা।

বায়ার্ন ও হার্থা বার্লিনের ম্যাচের মাধ্যমে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৬ জুন।

Loading...