loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

ফরাসি সুপার কাপের শিরোপা পিএসজি’র


ফরাসি সুপার কাপের শিরোপা পিএসজি’র

রেনেকে ২-১ গোলে পরাজিত করে ফরাসি সুপার কাপ ফুটবলের শিরোপা জয় করেছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। ফলে ঘরোয়া লিগের নতুন মৌসুমের শুরুতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। শনিবার (৩ অগাস্ট) চীনের শেনজেন ইউনিভার্সসাইড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল টমাস টুখেলের শিষ্যরা। আর তাই শেষ পর্যন্ত এই জয় কোচকে দারুণ স্বস্তি এনে দিয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের আর্দ্র পরিস্থিতিতে খেলতে দুই দলেরই কিছুটা হলেও সমস্যা হয়েছে। টুখেলও ম্যাচ শেষে বিষয়টি সামনে এনে বলেছেন, “কঠিন কন্ডিশনে সকলেরই সমস্যা হয়েছে। বেশ কিছু নতুন খেলোয়াড়কে আমরা যাচাই করার চেষ্টা করেছি। তাঁরা ভালো খেলেছে। এই জয় আমাদের জন্য অনেক বড় একটি পুরস্কার। আজ আমাদের অন্তত ১০টি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। নতুন মৌসুম সামনে রেখে এটা আমাদের জন্য দারুণ সূচনা।”

এপ্রিলে এই ক্লাবের বিপক্ষেই ফ্রেঞ্চ কাপে পেনাল্টিতে পরাজিত হয়েছিল পিএসজি। ফলে শনিবারের জয়কে অনেকে মধুর প্রতিশোধ হিসেবেও দেখছেন। এই নিয়ে গত সাত বছরে ছয়বার লিগ ওয়ান শিরোপা জয় করা পিএসজি এবারও যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে লক্ষ্য করেই মৌসুম শুরু করতে যাচ্ছে - তাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। 

যদিও এখনো সেই পথ পাড়ি দিতে সময় অনেক বাকি, তবে এদিন থেকে আনুষ্ঠানিকভাবে ফুটবল মৌসুম শুরু হওয়ার পরে পিএসজি’র খেলোয়াড় ও কোচিং স্টাফদের চোখেমুখে ইউরোপিয়ান আসরের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য ছিল স্পষ্ট।

এদিন শেনজেনের মাঠে উপস্থিত দর্শকদের প্রায় সবার চোখই ছিল বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের উপর। ৫৭ মিনিটে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলেই পিএসজি সমতায় ফেরে। এর আগে ১৩ মিনিটে আদ্রিয়ান হুনোর গোলে এগিয়ে গিয়েছিল রেনে।

প্রথমার্ধটা ভালো না কাটলেও শেষ পর্যন্ত এমবাপ্পে সমর্থকদের আশা পূরণ করতে পেরেছেন। ম্যাচের শুরুটা অবশ্য পিএসজিরই ছিল। যাহোক, আর্জেন্টইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া দ্বিতীয়ার্ধে নামার পরে রেনের রক্ষণভাগকে বেশি ব্যস্ত রেখেছিলেন।

অবশেষে ৭৩ মিনিটে রেনের গোলরক্ষক টমাস কুবেককে পরাস্ত করতে সমর্থ হন ডি মারিয়া। আর এই গোলেই পিএসজির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে টুখেল তাই বিশেষ করে ডি মারিয়া, ডিফেন্ডার আবুদু ডিয়ালো ও অধিনায়ক মারকুইনহোসের প্রশংসা করতে ভুল করেননি।

তিনি বলেন, “ডিয়ালো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁর জন্যই অন্য খেলোয়াড়রা এগিয়ে যাবার সুযোগ পায়। বিপদের সময়ে ডি মারিয়া মাঠে নেমে দলকে সাফল্য এনে দিয়েছেন। মারকুইনহোস তাঁর যোগ্যতার প্রমাণ আরেকবার  দিয়েছে। পুরো মাঠ সে-ই নিয়ন্ত্রণ করেছে।”

তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এদিন মাঠে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগের পুরো দায়িত্বই ছিল এমবাপ্পের ওপর। মৌসুম শুরুর আগেই এমবাপ্পে ঘোষণা দিয়েছিলেন আগের মৌসুমের ৩৩ গোলকে এবার ছাড়িয়ে যেতে চান। সেই লক্ষ্যে মৌসুমের শুরুটাও দারুণভাবেই হলো এমবাপ্পের।

Loading...