loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টি-টোয়েন্টিতে রোহিত শর্মার ছক্কার রেকর্ড


টি-টোয়েন্টিতে রোহিত শর্মার ছক্কার রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। এই সংস্করণে সর্বাধিক (চারটি) শতরানের মালিকও তিনি। এই দু’টি রেকর্ড আগে থেকেই তাঁর দখলে। এবার সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটাও নিজের করে নিলেন ভারতের এই তারকা ওপেনার। তিনি টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে।

রোববার (৪ অগাস্ট) ফ্লোরিডার লডারহিলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। বৃষ্টি আইনে ২২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভিরাট কোহলির দল। এদিন ভারতের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন রোহিত। মেরেছেন ছয়টি চার ও তিনটি ছক্কা। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে তাঁর ছয়ের সংখ্যা এখন ১০৭।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৭ রান করে ভারত। রোহিতের অর্ধশত রানের পাশাপাশি অবদান রাখেন শিখর ধাওয়ান (২৩), কোহলি (২৮) ও ক্রুনাল পান্ডিয়া (২০*)। ক্যারিবিয়ানদের হয়ে ওশানে থমাস ও শেল্ডন কট্রেল দুইটি করে উইকেট নেন। 

জবাবে উইন্ডিজের ইনিংসের ১৫.৩ ওভারে বৃষ্টি নামে। তখন দলটির স্কোর ছিল চার উইকেটে ৯৮।

এরপর খেলা আর মাঠে না গড়ালে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। উইন্ডিজের রভম্যান পাওয়েল ৩৪ বলে ৫৪ রান করেন। তাঁকেসহ ২৩ রানে দুই উইকেট নিয়েছেন ভারতের ক্রুনাল। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে এই স্পিন অলরাউন্ডারের হাতে।

এদিন ছক্কার রেকর্ড গড়তে রোহিত ছাড়িয়ে গেছেন মারকুটে ব্যাট্সম্যান ক্রিস গেইলকে। গেইল অবশ্য এ-সিরিজে খেলছেন না। তাঁর ছক্কার সংখ্যা ১০৫। মাত্র ৫৪ ইনিংসে তিনি এতগুলো ছয় মেরেছেন। 

রোহিতের নামের পাশে এখন জ্বলজ্বল করছে ১০৭টি ছক্কা। তিনি খেলেছেন ৮৮ ইনিংস। তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তিনি ১০৩টি ছয় মেরেছেন ৭৪ ইনিংসে।

৯৬ টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ২,৪২২। ১৩৬.৯১ স্ট্রাইক রেটে এবং ৩২.৭২ গড়ে এই রান করেছেন তিনি। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ১৭ বার। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ১১৮ রানের। 

২,৩১০ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় স্থানে আছেন কোহলি।

Loading...