loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত


ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৬ (পোলার্ড ৫৮, রোভম্যন ৩২*, পুরান ১৭; চাহার ৩/৪, সাইনি ২/৩৪, সুন্দর ১/২৭)
ভারত: ১৯.১ ওভারে ১৫০/৩ (রিশভ ৬৫*, কোহলি ৫৯, রাহুল ২০; টমাস ২/২৯ , অ্যালান ১/১৮)
ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ভারত ৩-০ ব্যবধানে জয়ী

এদিন ক্যারিবিয়ান টপ অর্ডার বিধ্বস্ত করে দেন দিপক চাহার। লক্ষ্যটা তাই বেশ সহজই পেয়েছিল ভারত। আর সেই লক্ষ্যের দিকে এগোতে উইকেট খোয়ালেও অধিনায়ক ভিরাট কোহলি ও রিশভ পান্তের দারুণ নৈপুণ্যে অনায়াসেই ম্যাচ জিতেছে দলটি।

গায়ানায় মঙ্গলবার (৬ অগাস্ট) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। স্বাগতিক দলের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য কোহলিবাহিনী পেরিয়ে যায় পাঁচ বল হাতে রেখে। এতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশও করলো তাঁরা।

ব্যাটিংয়ে নেমে ওশান টমাসের বলে তিন রানেই ফেরেন শিখর ধাওয়ান। আরেক ওপেনার লোকেশ রাহুলও ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। ফ্যাবিয়ান অ্যালানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

২৭ রানে দুই উইকেট হারিয়ে গর্জে উঠে কোহলির ব্যাট। সঙ্গে যোগ দেন রিশভ। তৃতীয় উইকেটে গড়ে উঠে ১০৬ রানের জুটি। এতেই জয়ের কাছে পৌঁছে যায় ভারত। 

৩৭ বলে অর্ধশত রান করা ভারত-অধিনায়ক ৪৫ বলে ৫৯ করে আউট হন। তবে রিশভ খেলা শেষ করে অপরাজিত থাকে ৪২ বলে ৬৪ রান করে। তিনি মেরেছেন চারটি করে চার ও ছক্কা।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে দিয়েই চেপে ধরেন ভারতের বোলাররা। মিডিয়াম পেসার দিপকের তোপে ১৪ রানেই টপ অর্ডার হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। এভিন লুইস ও শিমরন হেটমায়ার চাহারের বলে বিদায় নেন এলবিডব্লিও হয়ে। ক্যাচ দিয়ে বিদায় নেন সুনিল নারাইন।

তিন ওভারের স্পেলে মাত্র চার রানে তিন উইকেট নিয়েও বিস্ময়করভাবে এদিন আর বল হাতে পাননি তিনি। চতুর্থ উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কাইরন পোলার্ড ও নিকোলাস পুরান। ১৭ রান করে পুরান ফিরলেও ৫৮ করে দলকে লড়াইয়ে রেখেছেন পোলার্ড। 

শেষ দিকে রোভম্যান পাওয়েল ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেললে দেড়শ’র একদম কাছে যেতে পেরেছে স্বাগতিকরা। কিন্তু এ-ধরণের উইকেটে সেই রানও যে যথেষ্ট নয় - তা দেখিয়ে দিয়েছে ভারত।

Loading...