loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ডেঙ্গু: ঈদে ঘরমুখী মানুষের জন্য বিশেষ পরামর্শ


ডেঙ্গু: ঈদে ঘরমুখী মানুষের জন্য বিশেষ পরামর্শ

ঈদে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন শহর থেকে ঘরমুখী মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কিছু সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে বুধবার (৭ অগাস্ট) এই পরামর্শ দেয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালোভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হযেছে।

এতে আরও বলা হয়, বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রাখা যাবে না - যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

খোসা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা - এ-কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথালিন দিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে - তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল/কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস, আঙ্গিনা ও কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Loading...