loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

স্বজনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী


স্বজনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী

উৎসব এলেই নাগরিক বাঙালি উদযাপন করতে ছুটে যায় নিজগ্রামে। বরাবরের মতো আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায়ও স্বজন-প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

বৃহস্পতিবার (৮ অগাস্ট) সকালে ঢাকার রেল, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদের আগে শুক্র ও শনিবার (৯ ও ১০ অগাস্ট) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে বৃহস্পতিবার (৮ অগাস্ট) অফিস করে, আবার অনেকে হাজিরা দিয়েই ঢাকা ছাড়বেন। সেই হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে ঘরমুখো মানুষের স্রোত বাড়বে টার্মিনালেগুলোতে।

বৃহস্পতিবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল ট্রেন, এবং বাস ও লঞ্চে করে ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। এদিন সকালে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেন, বাস ও লঞ্চে দেখা গেছে, যাঁরা আগাম টিকিট কেটেছেন - তাঁরাই এখন যাত্রা করছেন।

এদিকে, সড়কে যানজট থাকায় ঢাকা থেকে বের হতে বাসের বেশ সময় লাগছে বলে জানিয়েছেন যাত্রীরা। এছাড়া যানজটের কারণে দক্ষিণাঞ্চলে যাওয়ার প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালেও পৌঁছাতে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাহোক, দুর্ভোগের ক্লান্তি নিজগৃহে ঈদ উদযাপন করলেই কেটে যাবে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দই যে অন্যরকম!

Loading...