loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন


সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যার নতুন একটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১১ অগাস্ট) তিনি এই ওয়ার্ড উদ্বোধন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ নতুন শয্যা উদ্বোধন করা হলো। পাশাপাশি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে-২ এর এক্সটেনশন হিসেবে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রোগী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

২০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১০০ বেডে পুরুষ ও ১০০ বেডে নারী রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। ঈদ শেষে ঘরে ফিরে টয়লেট ফ্লাশ করা, সব ফ্যান স্পিডে ছেড়ে দেওয়া, বেসিনে পর্যাপ্ত পানি ছেড়ে দেওয়া, ফ্রিজের ট্রে পরিষ্কার করা, টবের পানি বদলিয়ে দেওয়াসহ অন্য করণীয় বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে সংবাদকর্মীদের স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ জানান।

উদ্বোধনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ইউছুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ অন্য চিকিৎসকরা এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...