loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বার্সা ছেড়ে বায়ার্নে কটিনিয়ো


বার্সা ছেড়ে বায়ার্নে কটিনিয়ো

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার ফিলিপ কটিনিয়ো। ২০১৮ সালের জানুয়ারিতে স্পেনের বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য বায়ার্নের কাছে কটিনিয়োকে বিক্রি করেনি বার্সা, শুধু ধারে খেলতে দিয়েছে। তবে চুক্তিতে বলা আছে, চাইলে কটিনিয়োকে কিনতে পারবে জার্মান ক্লাবটি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

বায়ার্ন কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কয়েক দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন। 

লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় আসেন কটিনিয়ো। এখন পর্যন্ত বার্সার হয়ে ৭৬ ম্যাচে ২১টি গোল করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বার্সার হয়ে তাঁর ফর্ম খুব একটা ভালো না যাওয়ায় তাঁকে ছেড়ে দেয়ারই সিদ্ধান্ত নেয় আর্নেস্টো ভালভার্দের দল।

জানা গেছে, ক্লাব দু’টির মধ্যে ইতোমধ্যে মৌখিক আলোচনা হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কটিনিয়ো হয়তো রোববার অথবা সোমবার মিউনিখে পৌঁছাবেন। মেডিক্যাল পরীক্ষার পরই চুক্তি সই হবে।

Loading...