loader image for Bangladeshinfo

শিরোনাম

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

টাইগারদের কোচ হলেন রাসেল ডোমিঙ্গো


টাইগারদের কোচ হলেন রাসেল ডোমিঙ্গো

জাতীয় দলের নতুন কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোকে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ অগাস্ট) এক সংবাদ সম্মেলনে নতুন কোচ হিসেবে ডমিঙ্গোর নাম জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নাজমুল হাসান বলেছেন, ডোমিঙ্গো আগামী ২১ অগাস্ট দলের সঙ্গে যোগ দেবেন। গত ৭ অগাস্ট বাংলাদেশে সাক্ষাৎকার দিয়ে গেছেন ডোমিঙ্গো। তাঁর কর্মপরিকল্পনা দেখে সেদিনই নিজেদের সন্তুষ্টির কথা জানায় বিসিবি। 

অবশ্য কোচ নিয়োগের ক্ষেত্রে ডোমিঙ্গো ছাড়া তালিকায় আরও কিছু নাম ছিল। এরমধ্যে সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসনও ছিলেন। এ-ছাড়া আরও কয়েকজনের সাক্ষাৎকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়েছিল বিসিবি। তাঁদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও চারজন। এঁরা হলেন − সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস ও শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। যদিও ডোমিঙ্গো ও হেসনকে নিয়েই আগ্রহ বেশি ছিল বিসিবির। অবশেষে এই দুজনের মধ্য থেকে ডোমিঙ্গোকেই বেছে নিয়েছে বিসিবি।

ডোমিঙ্গোর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। মাত্র ২২ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। ২৫ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। এ-ছাড়া ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে ঢাকা সফর করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর কোচিংয়ে বেশ কিছু সাফল্যও আছে।

ডোমিঙ্গো জাতীয় দলের দায়িত্ব পান ২০১২ সালের ডিসেম্বরে। শুরুতে টি-টোয়েন্টি ফরম্যাটে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে গ্যারি কারস্টেনের উত্তরসূরি হিসেবে অন্য ফরম্যাটেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ সালের বিশ্বকাপে প্রোটিয়াদের কোচ ছিলেন তিনি। তাঁর অধীনে দুই বিশ্বকাপেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। পরে ওটিস গিবসন ২০১৭ সালে প্রধান কোচ হলে ডমিঙ্গো দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের।

Loading...