loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

করুনারত্নের সেঞ্চুরিতে সহজেই জিতলো শ্রীলঙ্কা


করুনারত্নের সেঞ্চুরিতে সহজেই জিতলো শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৬৭
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৮৫
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৮৬.১ ওভারে ২৬৮/৪ (করুনারত্নে ১২২, থিরিমান্নে ৬৪, ম্যাথিউস ২৮*, পেরেরা ২৩; বোল্ট ১/৩৪, সাউদি ১/৩৩, সামারভিলে ১/৭৩, প্যাটেল ১/৭৪)
ফলাফল: শ্রীলঙ্কা ছয় উইকেটে জয়ী
সিরিজ: দুই টেস্ট ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা  ১-০ তে এগিয়ে

ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করল শ্রীলঙ্কা। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কিউইদের ছয় উইকেটে হারিয়ে লঙ্কানরা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৬০ পয়েন্ট তুলে নিয়েছে স্বাগতিক দল।

গল টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে দুই টেস্ট ম্যাচ সিরিজে এশিয়ার দলটি এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। রোববার (২৮ অগাস্ট) ২৬৮ রানের লক্ষ্যে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা।

আগের দিনের দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে তুলে নিয়েছিলেন ১৩৩ রান। এদিন দলের ১৬১ রানে গিয়ে লাহিরু থিরিমান্নের (৬৪) আউটে ভাঙে সেই জুটি।

কুশল মেন্ডিস তিন নম্বরে নেমেই ফেরত যান, তবে তাতে বিপদ হয়নি লঙ্কানদের। আরেক প্রান্তে ভরসা হয়ে থাকা করুনারত্নে করেছেন সেঞ্চুরি। দলকে নির্ভার রেখে এগিয়ে নিতে থাকেন জয়ের পথে। 

টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শেষ হয় লঙ্কান অধিনায়কের ২৪৩ বলে ১২২ রানের ম্যাচ-জয়ী ইনিংসটি। স্কোরবোর্ডে ততক্ষণে উঠে গেছে ২১৮ রান। 

মাঝে কুশল পেরেরা এসে আউট হয়ে ফিরলেও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস নির্বিঘ্নে পার করেছেন বাকি পথ। দলকে জিতিয়ে ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি; সঙ্গী ধনঞ্জয়ার রান তখন ১৪।

আগামী ২২ অগাস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

Loading...