loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রেন-এর কাছেই হারলো নেইমারবিহীন পিএসজি


রেন-এর কাছেই হারলো নেইমারবিহীন পিএসজি

গত মৌসুমে ফরাসি কাপের ফাইনালে রেন-এর কাছে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ান-এর নতুন মৌসুমে তারকাসমৃদ্ধ দলটিকে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে সেই রেন-ই। রোববার (১৮ অগাস্ট) লিগের টানা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি পারেনি জয়ের ধারা বজায় রাখতে।

এদিন এগিয়ে গিয়েও ২-১ গোলে হারতে হয়েছে এডিনসন কাভানিদের। প্রথম ম্যাচে টমাস টুখেলের দল ঘরের মাঠে নিম্কে হারিয়ে ৩-০ গোলে শুভ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই বিরাট হোঁচট খেতে হলো দলটিকে।

প্রতিপক্ষের মাঠে ৩৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। রেন-এর রক্ষণভাগের ভুলের পুরো ফায়দা তুলে নিয়ে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তাঁরা। বিরতির ঠিক আগে আগে স্বাগতিকদের সমতায় ফেরান এমবায়ে নিয়াং। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রেনকে এগিয়ে দেন রোমা দেল কাস্তিয়ো। ম্যাচের বাকি সময় তা ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

নেইমার না থাকলেও ম্যাচ শেষে কোনো অজুহাত দাঁড় করাতে চাননি পিএসজি দলনেতা থিয়াগো সিলভা। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, “এটা সবার জন্যই কঠিন। কিন্তু এটা কোনো অজুহাত নয়। নেইমার ছিল না, আমাদেরকে তাই নিজেদের মতো করে ভাবতে হবে। আশা করছি এটাই মৌসুমের শেষ পরাজয়।”

ফ্রান্সের লিগ ওয়ান-এ গত ১০ বছরে রেন-এর কাছেই সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে শক্তিশালী পিএসজি। প্যারিসিয়ানদের বিপক্ষে রেন-এর এটি পঞ্চম জয়।

Loading...