loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ছয় বলে জাদেজার ছয় ছক্কা


ছয় বলে জাদেজার ছয় ছক্কা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও জায়গা হয়নি ভারতের ওয়ানডে স্কোয়াডে। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলে জায়গা না হলেও এখন পর্যন্ত যে তিনি ফুরিয়ে যাননি, সেটা নির্বাচকদের আরেকবার বুঝিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। ২০ ওভারের ক্রিকেটে ভারতের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার ছয় বলে হাঁকিয়েছেন ছয় ছক্কা। তবে সেটা যুবরাজ সিংয়ের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নয়! ভারতের আন্তঃজেলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই কীর্তি গড়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃজেলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে জামনগরের হয়ে মাঠে নেমেছিলেন জাদেজা। এদিন আমরেলির বিপক্ষে মাত্র ৬৯ বলে ১৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। টুর্নামেন্টের উদ্বোধনী দিন নিজ জেলা জামনগরের হয়ে ১৫৪ রানের এই ইনিংস খেলার পথে এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি!

এদিন ব্যাট হাতে জামনগরের ইনিংস উদ্বোধন করতে নামেন জাদেজা। এরপর অমরেলির বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান তিনি। ১৫তম ওভারে বল হাতে আসেন নীলম ভামজা। ওই ওভারে অফ স্পিনার ভামজার ছয়টি বলই উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেলেন তিনি। ১৫তম ওভারে জাদেজার তাণ্ডবের শিকার হওয়া ভামজা দুই ওভারে খরচ করেন ৪৮ রান।

১৯তম ওভারে রানআউট হওয়ার আগে জাদেজার ব্যাট থেকে আসে ১৫৪ রান। এর মধ্যে কেবল বাউন্ডারি থেকেই এসেছে ১২০ রান। ১৫ চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১০টি। জাদেজার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে স্কোরকার্ডে ২৩৯ রান জমা করে জামনগর। শেষ পর্যন্ত ১২১ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাদেজার দল। ২০ ওভার ব্যাট করলেও পাঁচ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি আমরেলি।

ভারতের টেস্ট দলে এখনও রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প নেই। তবে কেদার যাদব ও যুবেন্দ্র চাহালের উত্থানে এই দুই স্পিনার সীমিত ওভারের ক্রিকেটে দলে নিয়মিত জায়গা পান না। শ্রীলঙ্কা সিরিজে সেটা আরও একবার দেখা গেল। তবে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে শুধু বল নয়, ব্যাট হাতেও এখনও অনেক দেওয়ার আছে সেটাই যেন প্রমাণ করলেন ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৫ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৪০ ট-টোয়েন্টি খেলা জাদেজা।

সূত্রঃ প্রিয় ডট কম

Loading...