loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আবার বিশ্বকাপ ফাইনাল খেলতে চান মেসি


আবার বিশ্বকাপ ফাইনাল খেলতে চান মেসি

গোল্ডেন শু জিতেছিলেন আগেই। এবার লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে পেলেন পিচিচি ও ডি স্টেফানো অ্যাওয়ার্ড। মাদ্রিদভিত্তিক দৈনিক মার্কার দেওয়া পুরস্কারগুলো হাতে নিয়ে এল ক্লাসিকোয় জেতার কথাই সবার আগে জানালেন এই আর্জেন্টাইন কিংবদন্তি, ‘এই ম্যাচটা সব সময় বিশেষ কিছু, যা জিততে মুখিয়ে আমরা। এখনো লিগের অনেক ম্যাচ বাকি। তবে নতুন বছরের আগে জয় দিয়ে শেষ করাটা অসাধারণ হবে। রিয়াল মাদ্রিদকে তাদেরই স্টেডিয়ামে হারাতে পারলে লিগ জয়ের পথে এগিয়ে যাব অনেকটা। ’

গত বিশ্বকাপ ফাইনালে শিরোপার সুবাস পেয়েও জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার নিশ্চয়ই শিরোপার লক্ষ্যেই খেলবেন তিনি। ফাইনালে প্রতিপক্ষ স্পেন হলে কেমন হয়? এই প্রশ্নের জবাবে মেসি জানালেন, ‘আরো একবার বিশ্বকাপ ফাইনালে খেলতে পারাটা অসাধারণ কিছু হবে। সবার আগে আমাদের দেখতে হবে গ্রুপের ফল। স্পেন আর আর্জেন্টিনা আলাদা গ্রুপে আছে।

আপনি চাইলেই এই দুই দল ফাইনাল খেলবে না। ব্যাপারটা অনেক কঠিন। ’

একার ম্যাজিকে কখনো এত দূর আসা যায় না। তাই পুরস্কারটা সতীর্থদের উত্সর্গ করলেন মেসি, ‘এটা আমার দলের সব সতীর্থের জন্য। একা কোনো কিছু জেতা যায় না। আমি গোল্ডেন শু পেয়েছিলাম সতীর্থদের সাহায্যে। পিচিচির পেছনেও একই কথা বলব। ’ ব্যক্তিগত পুরস্কার কম নেই মেসির। গতবার লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ জিতলে পেতে পারতেন ব্যালন ডি’অরও। তাই শিরোপা জয়টাকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমাদের আসল লক্ষ্য শিরোপা জয়, এই পথে ব্যক্তিগত কিছু পুরস্কার পেলে ভালোই লাগে।

সূত্রঃ কালের কন্ঠ

Loading...