loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

শেষ থেকেই শুরু করছেন সেরেনা


শেষ থেকেই শুরু করছেন সেরেনা

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই কোর্টে ফিরছেন টেনিস কুইন সেরেনা উইলিয়ামস। অন্তঃসত্ত্বা হওয়ার পর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনো টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। পরে সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হন যুক্তরাষ্ট্রের এ তারকা। ঠিক যেখানটায় শেষ করেছিলেন সেরেনা, এবার সেই অস্ট্রেলিয়ান ওপেনেই প্রত্যাবর্তন ঘটছে তার।

সেরেনার কোর্টে ফেরার ব্যাপারে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের পরিচালক ক্রেগ টিলে বলেন, ‘সেরেনা ভিসা পেয়ে গেছেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আমি আশাবাদি, ২৩ বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী নিজের খেতাবকে ধরে রাখতে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবে।’

এ দিন অস্ট্রেলিয়ান ওপেনকে ফ্যামিল ফ্রেন্ডলি ইভেন্টও বলেন ক্রেগ। ২০১৮ সালের ১৫ জানুযারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৮ জানুযারি পর্যন্ত।

সূত্রঃ বিডিনিউজ২৪

Loading...