loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

গুগল সার্চে শীর্ষে সাবিলা নূর


গুগল সার্চে শীর্ষে সাবিলা নূর

অনলাইনে কিছু খুঁজতে মানুষ সার্চ ইঞ্জিনের শরণাপন্ন হন। বাংলাদেশ থেকে এ বছর ভার্চুয়াল দুনিয়ায় মানুষ কী খুঁজছেন তার একটি তালিকা প্রকাশ করেছে অনলাইন সার্চ ইঞ্জিনের জায়ান্ট গুগল। বুধবার এ বিষয়ে তারা দুই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে।

বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে এ বিশ্ববিখ্যাত এ প্রতিষ্ঠানটি। এতে ‘পিপল’ অংশে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটার, ইউটিউবারসহ বিভিন্ন সেলিব্রিটিরা।

গুগলে প্রকাশিত তথ্যে দেখা যায়, এ বছর বাংলাদেশীরা মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে সবচেয়ে বেশি খুঁজেছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার লেবানিজ মডেল মিয়া খলিফা।

বাংলাদেশি মানুষের তৃতীয় আগ্রহের ব্যক্তিটি ছিলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। এর পরের অবস্থানে রয়েছেন ঢালিউডের সুপার স্টার শাকিব খান। নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম রয়েছেন ৫ম অবস্থানে।

এবারের সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল, তার অবস্থান ৬ষ্ঠ। এছাড়াও ৭ম অবস্থানে জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ৮ম অবস্থানে বাংলাদেশি ইউটিউবার তাওহীদ আফ্রিদি। আর অভিনেত্রী শবনম বুবলি নবম ও কণ্ঠশিল্পী আতিফ আসলাম দশম অবস্থানে রয়েছেন।

সূত্রঃ মানবজমিন

Loading...