loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

প্রথমবারের মতো ৭০০তম মঞ্চায়ন


প্রথমবারের মতো ৭০০তম মঞ্চায়ন

ফরাসি নাট্যকার মলিয়ের ‘দ্যা মাইজার’ অবলম্বনে এর রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মাইলফলকস্পর্শী এ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছে লোক নাট্যদল। তারা জানায়, এ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর দুপুরে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই ৩০ বছরে নাটকটির নানা প্রাপ্তির কথা তুলে ধরা হবে।

‘কঞ্জুস’ নাটকে পুরান ঢাকার বাসিন্দাদের বৈচিত্র্যপূর্ণ জীবন ও সংস্কৃতির তুলে ধরা হয়েছে। যারা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলেন। তাদের যাপিত জীবনের আবহ তৈরি করার জন্য এ নাটকে পুরানো দিনের জনপ্রিয় সব হিন্দি গানও ব্যবহৃত হয়েছে। পুরো নাটকটিই হাস্যরসে নির্মিত।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

Loading...