loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অতিরিক্ত সম্পদ বাড়ায় স্বার্থপরতা


অতিরিক্ত সম্পদ বাড়ায় স্বার্থপরতা

ধনী হতে শুরু করলে মানুষ আত্মকেন্দ্রিক  ও স্বার্থপর হয়ে ওঠে, এমনটাই বলছে নতুন একটি গবেষণা। মানুষ কীভাবে সুখ অনুভব করে তা দেখতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫১৯ জন লোকের ওপর জরিপ চালান।

জরিপে বিশ্লেষকরা দেখেন, সারা বিশ্বের সমস্ত ধনীরা কেবল নিজের আবেগের বেলাতেই ইতিবাচক থাকেন। অন্যদিকে যারা নিম্ন আয়ের মানুষ তারা ভালোবাসা ও সমবেদনায় অন্যদের মাঝে সুখ খুঁজে পান।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রধান গবেষক পল পিফ বলেন, নিম্ন আয়ের ব্যক্তিরা তুলনামূলক কম অনুকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও তারা জীবনের অর্থ, আনন্দ ও সুখ খুঁজে নেন।

তিনি আরও বলেন, সম্পদ আপনাকে সুখের নিশ্চয়তা দেয় না কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে।

গবেষণাটি আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে। গেবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘ইমোশন’ জার্নালে।

সূত্র: বাংলানিউজ২৪

Loading...