loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

এল ক্লাসিকো হেরে মেসির উপর ক্ষেপেছেন রোনালদো!


এল ক্লাসিকো হেরে মেসির উপর ক্ষেপেছেন রোনালদো!

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। ২৩ ডিসেম্বর শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। এক গোল করার পাশাপাশি অ্যালেক্স ভিদালকে দিয়েও গোল করিয়েছেন মেসি। রিয়ালের ঘরের মাঠে পুরোটা আলো একাই কেড়ে নিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন রিয়ালের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির কারণেই যে ম্যাচ থেকে ছিটকে গেছে তার দল।

দ্বিতীয়ার্ধে মেসিকে মার্ক করার দায়িত্ব কোচ জিনেদিন জিদান দিয়েছিলেন মাতেও কোভাচিচকে। তাই যেন কাল হয়ে দাঁড়াল রিয়ালের জন্য। মেসিকে মার্ক করতে গিয়ে ইভান রাকিটিচকে অনেকখানি ফাঁকা জায়গা ছেড়ে দেন কোভাচিচ। কোভাচিচের পাস থেকে বল পান সার্জি রবার্তো। রবার্তোর পাস থেকে লক্ষ্যভেদ করেন লুইস সুয়ারেজ। আর সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা।

কোচের এই সিদ্ধান্তেই ক্ষেপেছেন রোনালদো। কারণ মেসির প্রতি আলাদা করে নজর দিতে গিয়ে গোল হজম করতে হয়েছে রিয়ালকে। স্প্যানিশ আউটলেট দিয়ারিও গোলের বরাতে জানা গেছে, ম্যাচের পর ভয়ানকভাবে রেগে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। সেই ম্যাচে মেসিকে আটকাতে চারজন সেন্ট্রাল মিডফিল্ডার খেলিয়েছেন জিদান। ফরাসি কিংবদন্তির এই সিদ্ধান্তই পছন্দ হয়নি রোনালদোর। এছাড়া ম্যাচের পুরোটা সময় বেঞ্চে বসেই কাটিয়েছেন ইস্কো। এই স্প্যানিশ তারকাকে না খেলানোর সিদ্ধান্তে বেশ সমালোচিত হয়েছেন জিদান।

সর্বশেষ এল ক্লাসিকোতে নিষ্প্রভ ছিলেন রোনালদো। কিন্তু মেসি ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। সময়ের সেরা দুই তারকার এমন পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য গড়ে দিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এল ক্লাসিকো জিতে লা লিগার হারানো মুকুট আবারও মাথায় তোলার পথে এগিয়ে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা।

সূত্র: প্রিয় ডট কম

Loading...