loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

জাপানকে মাটিতে নামালো কোস্টা রিকা


জাপানকে মাটিতে নামালো কোস্টা রিকা

প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল জাপান। সেই চমকের কারণেই কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি নিয়ে আলাদা একটা প্রত্যাশা ছিল সবার – আরও একবার কি অঘটন ঘটাবে জাপান? না, এবার আর পারেনি সূর্যোদয়ের দেশটি। আগের ম্যাচে স্পেনের কাছে সাত গোল খাওয়া কোস্টা রিকার বিপক্ষে রোববার ১-০ গোলে হেরে গেছে উড়তে থাকা জাপান। এই ম্যাচে জয় পেলে যেখানে জাপানের দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত হয়ে যেত, সেখানে হেরে গিয়ে নিজেদের অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিলো ব্লু সামুরাইরা। অন্যদিকে, পুরো ম্যাচে গোলে একটি শট নিয়ে সেটিই কাজে লাগিয়ে বাজিমাত করেছে কোস্টা রিকা। আর জাপানের এই পরাজয়ে নিশ্চিতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জার্মানি।

ফুটবল বিশ্বকাপে একটি ম্যাচের নৈপুণ্য দিয়ে কোনো দলকে সার্বিকভাবে যাচাই করাই ভুল; ‘বি’ গ্রুপে ইরান প্রথম ম্যাচে ৬-২ গােলে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে পরের ম্যাচেই ওয়েল্সকে দুই গোলে হারিয়ে সেটি দেখিয়েছে। এবার, আহমাদ বিন আলি স্টেডিয়ামে রোববার (২৭ নভেম্বর) ‘ই’ গ্রুপের ম্যাচে দেখালো কোস্টা রিকা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে সাত গোলে নাস্তানাবুদ হওয়া কোস্টা রিকাই ১-০ গোলে পরাজিত করে লজ্জা দিলো জাপানকে। সে-ই জাপান – যাঁরা তাঁদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে ভীষণ চমক দেখিয়েছিল।

রোববার কোস্টা রিকা’র বিপক্ষে তাই জাপানিরা ছিল ফেভারিট। যাহোক, সব হিসাব উল্টে দিয়েছেন কিশা ফুলা। ৮১ মিনিটে দলকে জয় এনে দেওয়া গোলটি করেছেন তিনি।

২০১৪ বিশ্বকাপে কয়েকটি অঘটনের জন্ম দেওয়া কোস্টা রিকার নায়করা নিজেদের সেরা সময়টা ফেলে এসেছেন। প্রায় সবার বয়সই ৩০ পেরিয়েছে। গােলরক্ষক কেইলার নাভাসের ৩৫; তিনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-তেও জানলুইজি ডোনারুম্মার কাছে নিজের জায়গা হারিয়েছেন। স্পেনের কাছে সাত গোল হজমের পরে সেই নাভাসও এই ম্যাচে যে এমনভাবে ঘুরে দাঁড়াবেন – হয়তাে কেউই ভাবেননি।

বিরতির পরপরই বক্সের ওপর থেকে জাপানের হিদেমাসা মরিতার নেওয়া শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ফিরিয়ে দেন তিনি। আর এই সেইভটাও ছিল ব্যবধান গড়ে দেওয়া। কারণ, ৮১ মিনিটে ফুলা’র প্রায় একইরকম শটেই প্রতিপক্ষ পোস্টে হার মেনেছেন গোলরক্ষক শুইচি গোন্ডা।

Loading...