loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সুইটজাল্যান্ডকে হারিয়ে শেষ ১৬’তে ব্রাজিল


সুইটজাল্যান্ডকে হারিয়ে শেষ ১৬’তে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইটজাল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উত্তরণ নিশ্চিত করেছে। গ্রুপ-জি’তে সোমবার (২৮ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে সুইটজাল্যান্ডকে। ম্যাচের ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেন কাসেমিরো। এর আগে, ৬৪ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এই জয়ে দুই খেলায় দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে উঠলো ব্রাজিল। সমান-সংখ্যক ম্যাচে সুইটজাল্যান্ড তিন এবং ক্যামেরুন ও সার্বিয়ার এক পয়েন্ট করে রয়েছে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে দলের সেরা তারকা নেইমার ও ডানিলোকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এর আগে কোনো জয় ছিল না ব্রাজিলের। তাই, কিছুটা চাপে থেকেই সুইসদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

বল দখলের লড়াইয়ের মাঝে ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণে যায় সুইটজাল্যান্ড। কর্নার থেকে বল পেয়ে ব্রাজিলের বক্সের মধ্যে ক্রস করেন রুবেন ভার্গাস। বল পেয়ে গোলমুখে ডিফেন্ডার সিলভান উইডমারের শট ব্রাজিলের ডিফেন্ডার সিলভা প্রতিহত করেন।

২৭ মিনিটে প্রথম আক্রমণ করে ব্রাজিল। গোলের সবচেয়ে ভালো সুযোগও ছিল এটি। ডান-প্রান্ত দিয়ে সুইটজাল্যান্ডের বক্সে ক্রস করেন রাফিনহা। বাঁ-প্রান্তে থাকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র বল পান।  তবে, সুইটজাল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়াস। ভিনিয়াসের শট  সোমার রুখে দিলে  নিশ্চিতভাবে গোলবঞ্চিত হয় ব্রাজিল।

৩১ মিনিটে আবারও আক্রমণ করে ব্রাজিল। মধ্যমাঠ থেকে বল নিয়ে রাফিনহাকে বল দেন ডিফেন্ডার এডার মিলিটাও। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া রাফিনহোর শট জমা পড়ে সুইজারল্যান্ডের গোলরক্ষকের হাতে।

এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগ পর্যন্ত চারটি আক্রমণ শানায় ব্রাজিল। কিন্তু, আক্রমণগুলোতে ফিনিংশটা যুৎসই করতে পারছিলেন না নেইমারবিহীন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়রা। এতে গোলছাড়াই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

এই অর্ধে ৫৫ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। আক্রমণ ছিল ছয়টি; গোলমুখে শট ছিল দুইটি। সুইটজাল্যান্ডের গোলমুখে দুইটি শট নিয়েছিলেন ভিনিসিয়াস ও রাফিনহা। একবার আক্রমণ করলেও বল ব্রাজিলের গোলমুখে রাখতে পারেনি সুইটজাল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গুছিয়ে নিতে মনোযোগী ছিল দুই দলের মিডফিল্ড। এরই মধ্যে ৫৪ মিনিটে ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে বাঁ-দিকে থাকা আক্রমণভাগের সতীর্থ ভার্গাসকে পাস দেন সুইস স্ট্রাইকার ব্রিল এম্বোলো। ব্রাজিলের একজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে শট নেন ভার্গাস; কিন্তু, সেই শট বিফল করে দেন সিল্ভা।

ঐ আক্রমণের পর আত্মবিশ্বাসী হয়ে উঠে সুইটজাল্যান্ড। মধ্যমাঠের দখল নিয়ে আরও তিনটি আক্রমণ করে দলটি। কিন্তু, সেগুলো থেকে সাফল্য আসেনি।

৬৪ মিনিটে ব্রাজিলের আক্রমণ গোলে রূপ নিয়েছিল; কিন্তু, অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। বাঁ-দিক থেকে বল নিয়ে সুইটজাল্যান্ডের ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়িয়েছিলেন ভিনিসিয়াস।

যাহোক, থমকে যায়নি ব্রাজিল। আক্রমণের ধার বাড়িয়ে ৮৩ মিনিটে গোল আদায় করে নেয় দলটি। ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে ডি-বক্সের সামনে দাঁড়ানো স্ট্রাইকার রড্রিগোকে বল দেন সিলভা। বলকে না থামিয়ে বক্সের ভেতর থাকা মিডফিল্ডার কাসেমিরোকে পাস দেন রড্রিগো। ক্যাসেমিরোও বল না থামিয়ে বুদ্ধিমত্তার সাথে সুইটজাল্যান্ডের গোলবারের ডান-প্রান্ত  দিয়ে শট নিয়ে বল জালে জড়ান (১-০)।

৮৭ মিনিটে আবারও আক্রমণ করে ব্রাজিল। থিলভার কর্নার থেকে বল পেয়ে জোরালো শটে বল বাইরে মারেন স্ট্রাইকার এন্টনি। 

ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে গোল করতে পারেননি রড্রিগো।

আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন সার্বিয়ার বিপক্ষে খেলবে সুইটজাল্যান্ড।

Loading...