loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বিএনপি’র সাতজন সংসদ সদস্যের পদত্যাগ ঘোষণা


বিএনপি’র সাতজন সংসদ সদস্যের পদত্যাগ ঘোষণা

বাংলাদেশ জাতীয়দাবাদী দল – বিএনপি’র সাতজন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রাজধানীর গোলাপবাগে শনিবার (১০ ডিসেম্বর)  বিএনপি’র বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে পদত্যাগের এই ঘোষণা দেন তাঁরা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

৩৫০ আসনের সংসদে পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপি’র এই সাতজন এমপি হলেন – ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

তাঁদের মধ্যে ছয়জন এদিন বিএনপি’র গণসমাবেশের মঞ্চে ছিলেন। হারুনুর রশিদ বিদেশ থাকায় সমাবেশে উপস্থিত ছিলেন না। তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছে বলে জানা গেছে।

বিএনপি’র সংসদ সদস্যরা গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁরা পদত্যাগ করেছেন। ইতোমধ্যে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁরা রোববার (১১ ডিসেম্বর) সশরীরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে আসবেন।

বিএনপি নেতারা মনে করেন, তাঁরা সংসদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছেন, আবার তাঁদের এমপিরা সংসদে রয়েছেন – এটা স্ববিরোধী। তাই বিএনপি’র এমপিরা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

Loading...