loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিএনপি’র সংসদ সদস্যদের পদত্যাগে পাঁচ আসন শূন্য: স্পিকার


বিএনপি’র সংসদ সদস্যদের পদত্যাগে পাঁচ আসন শূন্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোববার (১১ ডিসেম্বর) বিএনপি’র পাঁচজন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দেওয়ায় পাঁচটি আসন খালি হয়েছে। স্পিকার বলেন, তিনি বিএনপি’র সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছেন। পাঁচজন ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিরীন শারমিন জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিএনপি’র পদত্যাগী সাতজন সংসদ সদস্য হলেন – উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), মো. হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), গোলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম (বগুড়া-৬), মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মো. মোশাররফ হোসেন (বগুড়া-৪) এবং ব্যারিস্টার রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)। তাঁদের মধ্যে, উকিল আব্দুস সাত্তার অসুস্থ এবং হারুনুর রশীদ বিদেশে রয়েছেন। তাঁরা পদত্যাগপত্র স্বাক্ষর করে পাঠিয়েছেন বলে জানানো হয়। উকিল আব্দুস সাত্তারের পদত্যাগপত্রটি যাচাই-বাছাই শেষে গৃহীত হবে। এছাড়া, হারুনুর রশীদের পদত্যাগপত্রে দেওয়া স্বাক্ষরটি স্ক্যান করা বিধায় এটি গ্রহণ করা হয়নি।

এ-প্রসঙ্গে স্পিকার বলেন, উকিল আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তাঁর স্বাক্ষর মিলিয়ে দেখবে ও তাঁর সঙ্গে কথা বলবে। সব ঠিক থাকলে তাঁর আবেদনও গ্রহণ করা হবে। তবে, ই-মেইলের মাধ্যমে দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ করা হবে না। তিনি পদত্যাগ করতে চাইলে নতুন করে তাঁকে আবার পদত্যাগপত্র দিতে হবে।

স্পিকার জানান, যাঁরা ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাঁদের জাতীয় সংসদের আসন ইতোমধ্যে শূন্য হয়ে গেছে। সংসদ সচিবালয় সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আসনগুলো শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার গোলাপবাগে বহুল আলোচিত গণসমাবেশ থেকে বিএনপি’র সংসদ সদস্যগণ সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, বিএনপি’র সংসদ সদস্যদের পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচন হবে বলে খবরে বলা হয়েছে। জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সেই আসন/আসনগুলোতে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। পরে, সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি।

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিল, তাঁরা সংসদে যাবেন না, শপথও নেবে না। পরে, সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা।

Loading...