loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিএনপি’র শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল রোববার


বিএনপি’র শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল রোববার

বিএনপি’র সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনে উপ-নির্বাচনের জন্য আগামী রোববার (১৮ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ-কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মো. আলমগীর বলেন, কমিশন সভা রয়েছে। সেই সভায় শূন্য আসনের উপ-নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে শিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি’র নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তারই প্রেক্ষিতে পরেরদিন বিএনপি’র সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হয় জাতীয় সংসদের স্পিকারের কাছে। পরে, এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

Loading...