loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

নেদারল্যান্ডস ও পর্তুগালে চীনের যাত্রীদের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক


নেদারল্যান্ডস ও পর্তুগালে চীনের যাত্রীদের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক

নেদারল্যান্ডস ও পর্তুগালে আকাশপথে চীন থেকে আসা যাত্রীদের প্রবেশের সময় কোভিড-১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দেশ দু’টি শুক্রবার (৬ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে। এর ফলে, চীন থেকে আগত যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের নির্দেশনা জারি করা অন্যান্য দেশের সঙ্গে  যুক্ত হলো দেশ দু’টি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক ডজনেরও বেশি দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন থেকে ভ্রমণকারীদের উপর নতুন ভ্রমণ-বিধিমালা আরােপ করেছে। উল্লেখ্য, চীনে করোনাভাইরাস-সংক্রান্ত  কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তের পরে দেশটিতে কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইউরোপীয় ইউনিয়নের সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ ডাচ নির্দেশনা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, ইউরোপিয় অ্যান্টি-কোভিড ব্যবস্থার অংশ হিসাবে ভ্রমণ বিধিনিষেধ আনা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ।

আমস্টারডাম-শিফোল হলো, ইউরোপের বৃহত্তম বিমানবন্দরগুলোর অন্যতম এবং অসংখ্য আন্তঃমহাদেশীয় ফ্লাইট সংযোগের একটি কেন্দ্র।

পরে, শুক্রবার পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় নেদারল্যান্ডসকে অনুসরণ করে ঘোষণা করেছে যে, চীন থেকে ফ্লাইটে নেওয়া যাত্রীদের বিমানে ওঠার আগে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট উপস্থাপন করতে হবে। এই নিয়ম শনিবার থেকে কার্যকর হবে।

উভয় সরকারই শুক্রবার ঘোষণায় বলেছে, এ-জাতীয় ফ্লাইটে সকলের মাস্ক পড়া উচিত।

ইউরোপিয় ইউনিয়নের বিশেষজ্ঞরা গত বুধবার ব্লকের ২৭ সদস্য রাষ্ট্রকে চীন থেকে ফ্লাইটে আসা যাত্রীদের কাছ থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিশ্চিত করতে এবং পৌঁছানোর পরে সকলের পরীক্ষা করার জন্য সুপারিশ করেছে।

ইতোমধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেনসহ আরও বেশ কয়েকটি ইইউ দেশ চীন থেকে আগতদের জন্য কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তা ঘোষণা করেছে। অ-ইউরোপীয় দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান একই ব্যবস্থা নিয়েছে।

Loading...