loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

এমএনএম নামলেও পরাজয় এড়াতে পারেনি পিএসজি


এমএনএম নামলেও পরাজয় এড়াতে পারেনি পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বিশ্বকাপ বিরতির পরে এই প্রথম আক্রমণভাগের সেরা তিন তারকা – লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারকে (এমএনএম) একসঙ্গে পেয়েছিল। তবে, মহাতারকাদের নিয়ে খেলেও রেঁন-এর কাছে ধরাশায়ী হয়েছে দলটি। লিগ ওয়ান-এর ম্যাচে রোববার (১৫ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে পরাজিত হয়ে ফিরেছে এই ফরাসি জায়ান্ট ক্লাব।

রেঁন-এর মাঠে অবশ্য তিক্ত অভিজ্ঞতা আগেও আছে তাঁদের। এই মাঠে খেলা গত ম্যাচের তিনটিই হেরেছে ক্লাবটি; আরেকটি ম্যাচ ড্র হয়।

এদিন শুরুর একাদশে মেসি-নেইমার থাকলেও, বেঞ্চে বসেছিলেন এমবাপে। দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামান কোচ। যাহোক, মেসির পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফরাসি তারকা।

প্রতিপক্ষের গোলমুখে আটটি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে পিএসজি। অন্যদিকে, রেঁন-এর নেওয়া আট শটের ছয়টিই ছিল লক্ষ্যে, যার একটি থেকে তাঁরা গোল করেছেন।

অবশ্য, পিএসজি এদিন হারতে পারতো আরও বড় ব্যবধানে। প্রতিপক্ষের কিছু চেষ্টা নস্যাৎ করে দিয়ে দলকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করেন গোলরক্ষক জান্লুইজি ডোন্নারুমা।

শুরু থেকে অনেকটাই এলোমেলো পিএসজি প্রথম সুযোগ পায় ২০ মিনিটে। বক্সের সামনে বল পেয়ে মেসির শট উপর দিয়ে গেছে। ২৮ মিনিটে রেঁনেকে আশাহত করেন ডোন্নারুমা। কালিমুন্দোর জোরালো শট দারুণভাবে ফিরিয়ে দেন তিনি।

মেসি কিছু সুযোগ তৈরি কাছে গেলেও ভয় ধরাতে পারছিলেন না; বরং চাপ তৈরি করছিল রেঁনে।

৫৬ মিনিটে এমবাপে ও আশরাফ হাকিমিকে নামিয়ে ধার বাড়ান কোচ ক্রিস্টোফ গল্টিয়ে। যদিও, তাতে লাভ হয়নি। বরং, ৬৫ মিনিটে রেঁনেকে এগিয়ে নেন অধিনায়ক হামারিও ত্রাওরে।

মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পিএসজি। মেসির বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েছিলেন এমবাপে; কিন্তু বিস্ময়করভাবে এমবাপের শট উড়ে বাইরে চলে যায়।

ম্যাচের বাকি সময় এক গোল ধরে রেখেই মাঠ ছাড়ে রেঁনে।

অবশ্য, পয়েন্ট টেবিলে পিএসজি’র অবস্থান অক্ষুন্নই রয়েছে। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষেই। সমান-সংখ্যক ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লঁস।

Loading...