loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

১৯ বছরের এলিয়টের চোখ ধাঁধানো গোলে লিভারপুলের জয়


১৯ বছরের এলিয়টের চোখ ধাঁধানো গোলে লিভারপুলের জয়

লিভারপুল এফএ কাপ-এর তৃতীয় রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতের এই জয় ক্লপের জন্য সত্যিই স্বস্তির। নতুন বছরে এটাই লিভারপুলের প্রথম জয়! আর সেই জয়ে চোখ ধাঁধানো গোল করেছেন লিভারপুলের ১৯ বছর বয়সী মিডফিল্ডার হার্ভে এলিয়ট।

লিভারপুল নতুন বছর শুরু করেছিল প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলের হারে। তারপর, এফএ কাপে ঘরের মাঠে এই উলভারহ্যাম্পটনের বিপক্ষেই ২-২ গোলে ড্র করেছিল। এরপর, গত শনিবার লিগে ব্রাইটনের কাছে হেরেছে ৩-০ গোলে। শেষ পর্যন্ত, মঙ্গলবার জয়ের দেখা পাওয়ার পর লিভারপুল কোচ ইয়োর্গান ক্লপ বলেছেন, ‘মনে হচ্ছে ভালো খেলে জয়ের অনুভূতিটা টের পেয়েছিলাম কয়েক যুগ আগে। আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে; তবে, ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

ম্যাচের ১৩ মিনিটে হার্ভে থিয়াগো আলকান্তারার পাস পেয়ে মাঝমাঠ থেকে আরও এগিয়ে যান এলিয়ট। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি।

আগের ম্যাচের একাদশে আটটি পরিবর্তন এনে এই ম্যাচে দল সাজিয়েছিলেন ক্লপ। এই পরিবর্তনের অংশ হিসেবে এলিয়টকে মাঠে নামিয়ে তার ফলাফলটা হাতেনাতেই পেলেন তিনি।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়োনের মুখোমুখি হবে লিভারপুল। প্রিমিয়ার লিগে গত শনিবার এই দলের কাছেই ৩-০ গোলে পর্যুদস্ত হয়েছিল ক্লপের দল।

Loading...