loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

প্যালেসে হোঁচট খেলো ম্যানইউ


প্যালেসে হোঁচট খেলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তে গোল হজম করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্যালেসের মাঠে বুধবার (১৮ জানুয়ারি) ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা দশটি জয়ের যাত্রায় ছেদ পড়লো।

এদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষের ম্যাচ দিয়ে ম্যান ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয় বেহর্স্টের। ম্যাচের ৩১ মিনিটে শর ক্রস বক্সে বেহর্স্টের হেডে বল ওপরের জালে পড়ে। এর পরের মিনিটেই গোল করার দারুণ সুযোগ পায় প্যালেস। যাহােক, সে-যাত্রায় ম্যানইউকে রক্ষা করেন গোলরক্ষক।

ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। বাঁ দিকে র্যাশফোর্ডকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন এরিকসেন, সতীর্থের ফিরতি পাস পেয়ে তিনি কাট-ব্যাক করেন ব্রুনো ফার্নান্দেসকে। ডান পায়ের শটে গোল করতে ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার (১-০)।

দ্বিতীয়ার্ধেও কোনো গোল না হওয়ায় ইউনাইটেডের জয় যখন প্রায় সুনিশ্চিত, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে সমতা ফেরান প্যালেসের মাইকেল ওলিস। 

বাকি সময়ে গোল পরিশোধ করতে না পারায় পূর্ণ পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে।

এই ড্রয়ে ম্যানইউ ৩৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটির পেছনে রইলো। সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে এবং বৃহস্পতিবার নিজ মাঠে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলবে।

Loading...