loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টি-টিয়েন্টিতে সাত হাজার ক্লাবে তামিম


টি-টিয়েন্টিতে সাত হাজার ক্লাবে তামিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল খান ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টিয়েন্টিতে ৭,০০০ রান পূর্ণ করলেন। সাগরিকায় খুলনা টাইগার্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) এই মাইলফলকে পৌঁছান তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চট্টগ্রাম বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে বাউন্ডারি মেরে এই কীর্তি গড়েন এই বাঁহাতি ওপেনার। তিনি এদিন ৪৪ রান করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি খেলেছেন ড্যাশিং ওপেনার তামিম। তিনি মোট ২৪২টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে ৭,০৩৯ রান করেছেন।

দ্রুততম সাত হাজার রান পূর্ণ করায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর লেগেছে ১৮৭ ইনিংস। নবম স্থানে আছে তামিম।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে তামিম করেছেন ১,৭৫৮ রান। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল-এ তিন হাজারের কাছাকাছি রান করেছেন। এছাড়া, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলংকার এসএলপিএল, কাউন্টি ক্রিকেট ও নিউজিল্যান্ডের লিগসহ আলাদা ১৭টি দলের হয়ে এই সংস্করণে খেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে রান করার ক্ষেত্রে তামিমের পরেই রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এই অলরাউন্ডারের সংগ্রহ ৬,৫৪৬ রান। এছাড়া, এই সংস্করণে মুশফিকুর রহিমের ৫,১৩০ ও মাহমুদউল্লাহর সংগ্রহ ৫,৩০১ রান।

(সংকলিত)

Loading...