loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পিএসজি ও রিয়াদ অল-স্টারের ম্যাচে সেরা রোনাল্ডো


পিএসজি ও রিয়াদ অল-স্টারের ম্যাচে সেরা রোনাল্ডো

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে দল পরাজিত হলো। তবে, মাঠে থাকাকালীন চেষ্টার সর্বোচ্চটাই করলেন তিনি। প্রথমার্ধে পর্তুগিজ মহাতারকা পেলেন দুই গোলের স্বাদ। প্রতিপক্ষ হিসেবে থাকা লিওনেল মেসিরা শেষ হাসি হাসলেও দারুণ নৈপুণ্যের সুবাদে ম্যাচ-সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে।

কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে  প্রীতি ম্যাচে সৌদি আরবের প্রো লিগের ফুটবলারদের নিয়ে গড়া রিয়াদ অল-স্টার একাদশের বিপক্ষে ৫-৪ ব্যবধানে জিতেছে পিএসজি।

৩৭ বছর বয়সী রোনাল্ডো ম্যাচের ৩৪তম মিনিটে প্রথমবার লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফের গোল। দুবারই পিছিয়ে পড়া অল-স্টারকে সমতায় ফেরান এই তারকা ফরোয়ার্ড। তবে, দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ মাঠে থাকা হয়নি তাঁর। ম্যাচের ৬১তম মিনিটে তাঁকে বদলি করা হয়।

সফল স্পট-কিকে দলকে প্রথমবার সমতায় ফেরান রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা নিজেই আদায় করে নেন পেনাল্টি। সতীর্থের ফ্রি-কিকে হেড করার জন্য ডি-বক্সে লাফিয়ে ওঠেন রোনাল্ডো। এগিয়ে এসে বল ঠেকাতে গিয়ে তাঁর মুখে আঘাত করেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি রেফারি।

ম্যাচে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ২-২ করেন রোনাল্ডো। ডি-বক্সে তাঁর হেড দূরের পোস্টে লেগে ফেরার পর বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটি। সুযোগ লুফে নেন রোনাল্ডো। ছয় গজ বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিপুল অঙ্কের বেতন-ভাতায় গত বছরের শেষদিনে ইউরোপ ছেড়ে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। কিন্তু, নতুন ক্লাবের জার্সিতে এখনও অভিষেক হয়নি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালে এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সিআর সেভেন। ফলে, আল নাসরের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা শেষে প্রীতি ম্যাচের মাধ্যমে সৌদি ফুটবলে যাত্রা শুরু হলো তাঁর। আর প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রাখলেন তিনি।

Loading...