loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

সুপার সিক্সের প্রথম ম্যাচে জুনিয়র টাইগ্রেসদের পরাজয়


সুপার সিক্সের প্রথম ম্যাচে জুনিয়র টাইগ্রেসদের পরাজয়

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৬/৬ (সুমাইয়া ২৪, প্রত্যাশা ২১, স্বর্ণা ২০; কায়লা রেইনেকে ৪/১৯)
দক্ষিণ আফ্রিকা: ১৮.৫ ওভারে ১০৮/৫ (ম্যাডিসন ৩৭, মেসো ৩২*, লরেন্স ২৬; রাবেয়া ৩/১৮)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: ম্যাডিসন ল্যান্ডসমান (দক্ষিণ আফ্রিকা)

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে, সুপার সিক্সের প্রথম ম্যাচে শনিবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি। লক্ষ্য তাড়ায় ৩৩ রানে চার উইকেট হারানোর পরও সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ বলে ২৬ রান করেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা। ১২ রান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন মিষ্টি। তিন নম্বরে নামা দিলারা আক্তার ১৭ ও প্রত্যাশা ২১ করে আউট হলে দ্বাদশ ওভারে ৫৬ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

দলের মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ছয় উইকেটে ১০৬ রানের স্বল্প সংগ্রহ পায় বাংলাদেশ দল। স্বর্ণা আক্তার ১৮ বলে ২০, সুমাইয়া আক্তার ২৮ বলে ২৪ ও রাবেয়া খান অপরাজিত আট রান করেন। 

দক্ষিণ আফ্রিকার কায়লা রেইনেকে ১৯ রানে চার উইকেট শিকার করেন।

জবাবে, শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন লেগ-স্পিনার রাবেয়া। তাঁর ঘুর্ণিতে অষ্টম ওভারে ৩৩ রানে চার উইকেট হারায় প্রোটিয়ারা। যার মধ্যে তিন উইকেট পেয়েছেন রাবেয়া।

চতুর্থ উইকেটে ৭০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করেন মেসো। ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

এই পরাজয়ে জুনিয়র টাইগ্রেসদের সেমিফাইনালে ওঠার সমীকরণ বেশ জটিল হয়ে গেলো।

২৫ জানুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

Loading...