loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ম্যানুয়েল নয়াই বায়ার্নের এক নম্বর গোলরক্ষক: কোচ


ম্যানুয়েল নয়াই বায়ার্নের এক নম্বর গোলরক্ষক: কোচ

বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগল্সম্যান বলেছেন ইয়ান সোমা বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকলেও ইনজুরিতে থাকা অধিনায়ক ম্যানুয়েল নয়াই এখনো ক্লাবের প্রথম পছন্দের গোলরক্ষক। 

৩৪ বছর বয়সী সোমা বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরুসিয়া মনশেনগ্ল্যাড্বাখ থেকে বায়ার্নে যোগ দিয়েছেন। সোমা’র বায়ার্নের জার্সি গায়ে বুন্দেসলিগায় অভিষেক হয়েছে শুক্রবার আর বি লাইপজিগের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নাগল্সম্যান বলেছেন, ‘আজ ইয়ান ভালো খেলেছে। এ-ধরনের পরিস্থিতিতে খেলাটা সবসময় সহজ নয়। এত অল্প প্রস্তুতি নিয়ে মাঠে নামাটা অত্যন্ত কঠিন। নয়া আমাদের অধিনায়ক এবং একজন বিশ্বমানের খেলোয়াড়।’

নাগল্সম্যান আরও বলেন, ‘ম্যানুয়েল আমাদের অধিনায়ক এবং সে-ই নাম্বার ওয়ান। তাঁকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সব চেষ্টাই আমরা করে যাচ্ছি। আশা করছি, গ্রীষ্মে সে দলে ফিরতে পারবে। এরপর যা হবে – গ্রীষ্মেই আমরা সবকিছু স্পষ্ট করবো।’

গত ডিসেম্বরে বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর ছুটি কাটাতে গিয়ে স্কি করার সময় পায়ের হাড়ে চিড় ধরে নয়া’র। তখন বলা হয়েছিল পুরো মৌসুমে আর তাঁর মাঠে নামা সম্ভব নয়। 

সুইটজাল্যান্ড জাতীয় দলের প্রথম একাদশের গোলরক্ষক সোমাকে ইউরোপের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ধরা হয়। নয়া’র চেয়ে বয়সে  দুই বছরের ছোট সোমা। ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত বায়ার্নের সাথে সোমা’র চুক্তি হয়েছে, নয়া’র চেয়ে যা এক বছর বেশি। নয়া’র ইনজুরিতে অনেকেই মনে করছেন – সোমা-ই হতে যাচ্ছে বায়ার্নের এক নম্বর গোলরক্ষক। 

যাহােক, শুক্রবার ম্যাচ শেষে সোমা বলেছেন ক্লাবে থিতু হওয়াই এখন তাঁর মূল চ্যালেঞ্জ। ‘আজকের (শুক্রবারের) ম্যাচটা সহজ ছিল না; যদিও আমরা অনুশীলনে অনেক বিষয় নিয়ে কাজ করেছি। আগামী দিনগুলোতে আরও ধীর-স্থির থেকে দলের জন্য ভূমিকা রাখতে চাই।’

আগামী মঙ্গলবার ঘরের মাঠ মিউনিখের আলিয়াঁজ এরিনাতে এফ সি কোলনকে আতিথ্য দেবে বায়ার্ন।

Loading...