loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্রিমিয়ার লিগে লিভারপুল-চেল্সির নিরুত্তাপ ম্যাচ ড্র


প্রিমিয়ার লিগে লিভারপুল-চেল্সির নিরুত্তাপ ম্যাচ ড্র

প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে শনিবার (২১ জানুয়ারি) লিভারপুল ও চেল্সির মধ্যকার ম্যাচে কেউ জিততে পারেনি। গোলশূন্য ড্র হওয়ায় শীর্ষ চারের লড়াইয়ে ফিরে আসার ক্ষেত্রে আবারো হোচট খেলো ক্লাব দু’টি। অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের সাথে আরেকটি গোলশূন্য ড্র করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসেল ইউনাইটেড।

চেল্সি টানা তিন ম্যাচ পরাজয়ে পরে গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে ফিরেছিল। যাহোক, ব্লুজরা লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও পয়েন্ট হারালো। অ্যানফিল্ডে শনিবার (২১ জানুয়ারি) অল রেডদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গ্রাহাম পটারের দল। ফলে, প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন রইলো লিভারপুল। আগের দুই ম্যাচই হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দলটি।

এই মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না এই দুই ক্লাবের। একের পর এক হোঁচটে পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে গেছে উভয় দলই।

১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে সমান ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে চেল্সি। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং নিউক্যাসল ইউনাইটেড ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

অ্যানফিল্ডে শনিবার পুরো ম্যাচে ৪৮ শতাংশ বল ছিল লিভারপুলের দখলে। অবশ্য, ১৫টি শটের মাত্র তিনটি ছিল লক্ষ্যে। পক্ষান্তরে, ১১ শটের দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় চেল্সি।

ম্যাচের তৃতীয় মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন কাই হাভার্টজ; কিন্তু ভিএআর চেকে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৩২ মিনিটে হাকিম জিয়েশের বিপদজনক ক্রসে সুযোগ এসেছিল চেল্সির সামনে। তবে, বাদিয়েশেলের দুর্বল হেড আটকে যায় আলিসন বেকারের হাতে।

Loading...