loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ছয় গোলের ম্যাচে ইউভেন্টাসকে আটকালো অ্যাটালান্টা


ছয় গোলের ম্যাচে ইউভেন্টাসকে আটকালো অ্যাটালান্টা

দলবদল কেলেঙ্কারিতে জড়িয়ে পয়েন্ট খোয়ানোর পরে রোববার (২২ জানুয়ারি) প্রথম খেলতে নেমে ছয় গোলের রোমঞ্চকর ম্যাচে আটালান্টার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইউভেন্টাস। দিনের আরেক ম্যাচে স্পেজিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে সিরি আ’তে চতুর্থ স্থান নিশ্চিত করে আপাতত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে এএস রোমা।

দলবদলে কৃত্রিমভাবে নিজেদের ব্যাংক হিসাবকে সমৃদ্ধ দেখানোর ঘটনা ধরা পড়ার পরে শুক্রবার ইতালির ফুটবল ফেডারেশন ইউভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়। ফলে, বড় একটি ধাক্কা খেয়েছে ইতালির বৃহৎ ফুটবল ক্লাবটি। ফেডারেশনের এমন সিদ্ধান্তে ২৩ পয়েন্ট নিয়ে ক্লাবটি নেমে গেছে লিগের দশম স্থানে।

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার অনুষ্ঠিত ম্যাচের আগেই ক্ষোভ প্রকাশ করে দলের সমর্থকরা।

এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী চতুর্থ স্থান থেকে থেকে ১৪ পয়েন্টের ব্যবধানে নেমে গেছে ইউভেন্টাস। ক্লাবের কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিতের জন্য আমাদের ৭১ পয়েন্ট দরকার। আমাদেরকে বাস্তবতার নিরিখে এগোতে হবে।’

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে লুকম্যানের গোলে এগিয়ে যায় অ্যাটালান্টা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া পেনাল্টি থেকে গোল করে ২৫তম মিনিটে ইউভেন্টাসকে সমতায় ফেরান। নয় মিনিট পরে আর্কাদিউস মিলিকের দুর্দান্ত ভলি লক্ষ্যভেদ করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইউভেন্টাস।

যাহােক, বিরতি থেকে ফিরেই নাইজেরিয় ফরোয়ার্ড লুকম্যানের যোগান থেকে গোল করে অ্যাটালান্টাকে সমতায় আনেন জোয়াকিম মায়েহলে। ৫৩ মিনিটে ফের গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন লুকম্যান। ৬৫ মিনিটে ডি মারিয়ার যোগান থেকে গোল করে স্বাগতিক ইউভেন্টাসকে আবার সমতায় ফেরান ডানিলো।

খেলা শেষে আটালান্টার কোচ জান পিয়েরো গ্যাস্পেরিনি বলেন, ‘আমরা এখন ভালো অবস্থানে আছি। তবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এটি খুবই অদ্ভুত একটি মৌসুম এবং আমরা জানি না কি হবে।’

দিনের আরেক ম্যাচে স্পেজিয়াকে হারিয়ে ইন্টার মিলানের সমান (৩৭) পয়েন্ট সংগ্রহ করেছে রোমা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫মি.) এল শারাভির গোলে এগিয়ে যায় রোমা। ৪৯ মিনিটে সফরকারী ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন টাম্মি আব্রাহাম। ফলে ২-০ গোলে জয়লাভ করে রোমের ক্লাবটি।

Loading...