loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল, বার্সা


লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল, বার্সা

করিম বেন্জেমা ও টনি ক্রুসের গোলে লা লিগায় রোববার (২২ জানুয়ারি) অ্যাথলেটিক বিল্বাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার সাথে সমানতালে শিরোপা দৌঁড়ের লড়াই চালিয়ে যাওয়া মাদ্রিদ আরও কিছুটা এগিয়ে রইলো। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে এফসি বার্সেলোনাও। টেবিলের শীর্ষে থাকা বার্সা গেটাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায়। অবশ্য, জয় সত্ত্বেও, বার্সেলোনার (৪৪) চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল।

প্রথমার্ধে দুর্দান্ত ভলিতে বেন্জেমা ডেডলক ভাঙেন। শেষ মিনিটে ক্রুজের গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পাশাপাশ বিল্বাওর আশা শেষ হয়ে যায়। স্প্যানিশ সুপার কাপে গত সপ্তাহে বার্সেলোনার কাছে পরাজয়ের পর মাদ্রিদ শিবিরে অস্বস্তি দেখা দিয়েছিল। তবে, বৃহস্পতিবার কোপা ডেল রে’তে ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয়ে ফিরে আত্মবিশ্বাস যুগিয়েছে মাদ্রিদ।

বিল্বাওয়ের মাঠে এই জয়ে আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাদ্রিদ ডার্বির আগে রিয়ালের সমর্থকরা আরও কিছুটা স্বস্তি পেলেন।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ‘এটা নিশ্চিত যে, আরও একবার আমাদের দল নিজেদের দারুণভাবে প্রতিরোধ করেছে। পুরো ম্যাচেই আমরা শক্তিমত্তার প্রমাণ দিয়েছি। বড় ম্যাচ সামনে রেখে এই ধরনের প্রতিরোধ খুবই জরুরি। আমরা ভালোভাবেই নিজেদের দায়িত্ব পালন করেছি। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেইনি, জয় নিয়ে মাঠ ছেড়েছি।’

সব ধরনের প্রতিযোগিতায় মাদ্রিদ আগের চার ম্যাচে আট গোল হজম করেছে। ইনজুরি-আক্রান্ত ডেভিড আলাবা ও অরেলিয়েন চুয়ােমেনির অনুপস্থিতিতে এদিন মাদ্রিদ রক্ষণভাগ ছিল অপ্রতিরোধ্য। বিল্বাওয়ের বিপক্ষে শারীরিক শক্তি প্রয়োগ সবসময়ই হয়ে থাকে। এদিনও তার ব্যতিক্রম ছিল না। 

আনচেলত্তি মধ্যমাঠে লুকা মড্রিচ ও ক্রুসের পরিবর্তে মূল দলে এডুয়ার্ডো কামাভিন্গা ও ফেডে ভালভার্দেকে খেলিয়েছেন। ডানি সেবালোস, নাচো ফার্নান্দেজ ও মার্কো আসেন্সিও ভিয়ারিয়ালের বিরুদ্ধে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে মূল একাদশে জায়গা ধরে রেখেছিলেন। 

বিল্বাও শুরুতে ভালো করলেও আসেন্সিওর হেড থেকে বেন্জেমার ভলিতে ২৪ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। এটি ছিল বেন্জেমার ২২৮তম লা লিগা গোল। এর মাধ্যমে তিনি রিয়াল আইকন রাউল গঞ্জালেজের সাথে লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থান স্পর্শ করছেন। ৩১১ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

স্প্যানিশ অভিজ্ঞ ডিফন্ডার নাচো বলেছেন, ‘করিম আজ যা খেলেছে – তা সত্যিই অসাধারণ। সে গোল করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করেছে।’

স্বাগতিক বিল্বাও ম্যাচে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু ৯০ মিনিটে ক্রুসের গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বিল্বাওয়ের স্বপ্নভঙ্গ হয়। 

বর্তমানে অষ্টম স্থানে থাকা বি্লবাও চ্যাম্পিয়ন্স লিগে খেলার পজিশন থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

অন্যদিকে, ক্যাম্প নিউতে পেড্রি গঞ্জালেজের গোলে গেটাফের বিরুদ্ধে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। নিষেধাজ্ঞা থাকার কারণে এদিন খেলতে পারেননি তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি। যে-কারণে বার্সেলোনা পুরো ম্যাচে তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি। যদিও ঐ এক গোলেই ২০১৯ সালের পরে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্নে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ক্যাটালান জায়ান্টরা।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আজ আমরা মোটেই ভালো খেলতে পারিনি, কিছুটা ছন্দহীন হয়ে পড়েছিল পুরো দল। আক্রমণভাগেও তেমন একটা সফলতা দেখা যায়নি। আমরা ভালো প্রতিরোধ করেছি; কিন্তু রক্ষণভাগকে বেশি ভিতরে রেখে আক্রমণ চালানো সবসময়ই কঠিন। প্রত্যাশানুযায়ী আজ কেউই খেলতে পারেনি। যেকোন বিচারে আজকের ম্যাচটা একেবারেই ভালো ছিল না। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। কিন্তু তারপরও আমরা গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছি। ঘরের মাঠে তিন পয়েন্ট পেয়েছি। আর, একটি ম্যাচে গোল হজম না করাটাও গুরুত্বপূর্ণ।’

এ-নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয় পেলো  বার্সেলোনা। লেভাডোস্কির স্থানে এদিন মূল দলে ছিলেন আন্সু ফাতি। কিন্তু, এই তরুণ স্প্যানিশ নামের প্রতি সুবিচার করতে পারেননি। 

৩৫ মিনিটে বার্সেলোনা সত্যিকারের একটি সুযোগ তৈরী করে। রাফিনিয়ার ক্রসে পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান পেড্রি। 

সফরকারীদের হয়ে সাবেক মাদ্রিদ স্ট্রাইকার মায়োরাল সমতা ফেরানোর সহজ সুযোগ হাতছাড়া করেন। তাঁর শটটি রুখে দেন মার্ক-আন্দ্রে টার স্টেগান। 

এনিয়ে ১৭ লা লিগা ম্যাচের ১৩টিতেই বার্সেলোনা কোন গোল হজম না করে ম্যাচ শেষ করেছে।

এই পরাজয়ে গেটাফে ষোড়শ স্থানে নেমে গেছে। সেল্টা ভিগো ও রিয়াল ভায়াদোলিদের সাথে দলটি সমান ১৭ পয়েন্ট করে অর্জন করেছে।

দিনের শুরুতে পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল ১-০ গোলে পরাজিত করেছে জিরোনাকে। ম্যাচের ১০০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ডানি পারেয়ো। 

টেবিলের তলানিতে থাকা এলচে ১-১ গোলে ওসাসুনাকে রুখে দিয়েছে।

Loading...