loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ম্যাশের সিলেট হারালো সাকিবের বরিশালকে


ম্যাশের সিলেট হারালো সাকিবের বরিশালকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩-এর সেরা দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের লড়াই দারুণ উপভোগ্য ছিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচের ফলাফল আসতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে মাত্র দুই রানে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এদিন ১৭৪ রানের লক্ষ্যে নেমে বেশ ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার সাইফ হাসান ও ইব্রাহিম জাদ্রান। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতেন মাশরাফি বিন মর্তুজা। তবে, ইব্রাহিম জাদ্রানের দেওয়া সহজ ক্যাচ ছাড়েন জাকির হাসান। সিলেট ফিল্ডাররা এর পরও ক্যাচ মিস করেছেন।

অন্যদিকে, শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী ছিলেন সাইফ হাসান। বিশেষ করে, মাশরাফিকে বেশ মার খেতে হয়েছে। ১৯ বলে চার ছক্কায় ৩১ রান করা সাইফকে থামান তানজিম সাকিব। এই তরুণের দ্বিতীয় শিকার এনামুল হক বিজয় (৩)।

এরপর জমে ওঠে ইব্রাহিম-সাকিবের জুটি। ৩৭ বলে ৪২ রান করা ইব্রাহিমকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন রেজাউর রহমান রাজা। ভেঙে যায় ৬১ রানের জুটি। রেজাউরের ওই ওভারের পঞ্চম বলেই সবচেয়ে বড় সাফল্য আসে। আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে উপড়ে যায় ১৮ বলে তিন চার এক ছক্কায় ২৯ রান করা সাকিব আল হাসানের অফ স্টাম্প। বরিশালের পঞ্চম উইকেটের পতন হয় করিম জানাতের বিদায়ে। ১২ বলে ২১ করা করিমকে কট অ্যান্ড বোল্ড করেন মোহাম্মদ আমির। ছক্কা মেরে নিজের ইনিংস শুরু করেন মাহমুদউল্লাহ।

জয়ের জন্য শেষ ১২ বলে বরিশালের দরকার ছিল ২৩ রান। মোহাম্মদ আমিরের করা ঊনবিংশ ওভারের প্রথম বলেই সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ (৭)। শেষ ওভারে ১৫ রান প্রয়োজন হয়। রেজাউরের করা প্রথম বলেই ক্যাচ দেন ইফতেখার (১৭)। পরের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউট মিরাজ (৭)। পঞ্চম বলে ছক্কা মারেন মোহাম্মদ ওয়াসিম। শেষ বলে দরকার ছিল সাত রান। ওই বলে বাউন্ডারি এলে দুই রানের রুদ্ধশ্বাস এক জয় পায় সিলেট।

সিলেটের রেজাউর রহমান রাজা ৪১ রানের তিন উইকেট শিকার করেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৩ রান করে সিলেট। তাঁদের শুরুটা একেবারেই ভালাে হয়নি। প্রথম ওভারে ১০ রান এলেও দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারায় দলটি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের করা ওই ওভারে সাজঘরে ফেরেন জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। এর মধ্যে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন জাকির ও মুশি।

এরপর দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও টম মুর্স। চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন এই দুইজন। ৩০ বলে ৪০ রান করে মুর্স থামলেও অটল ছিলেন শান্ত। পঞ্চম উইকেটে আরও ৬৮ রান যোগ করেন শান্ত ও থিসারা পেরেরা। ১৬ বলে ২১ রান করে বিদায় নেন এই লঙ্কান অলরাউন্ডারও। ম্যাচ-সেরা শান্ত ৬৬ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে এনে দেন ভালো স্কোর। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা।

৩৪ রান দিয়ে তিন উইকেট শিকার পেয়েছেন বরিশালের মোহাম্মদ ওয়াসিম।

Loading...