loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

শীতবস্ত্র বিতরণ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড


শীতবস্ত্র বিতরণ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, সম্প্রতি সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরে জাগো ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ সোয়েটার বিতরণ করেছে ব্যাংকটি। এছাড়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন-এর (ক্যাম্পে) সাথে অংশীদারিত্বে ঢাকার বিভিন্ন বস্তির অসহায় পরিবারকে ১,১০০ কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই, ব্যাংকটি দেশব্যাপী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা পূরণে এবং বর্তমান প্রাকৃতিক সংকটে টিকে থাকতে প্রয়োজনীয় সরঞ্জাম ও সংস্থান সরবরাহে সহায়তা করছে। শীতের তীব্রতা ও অনিশ্চিত আবহাওয়াতে সোয়েটার এবং কম্বলের সাহায্যে সুবিধাভোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তর্ভুক্তি নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বরাবরই সক্রিয়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে, দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ে। আর সেই বিষয়টি বিবেচনা করে আমরা জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ক্যাম্পে’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে তাঁদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...