loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

জামিন হয়নি নওশাবার, কারাগারে পাঠানোর নির্দেশ


জামিন হয়নি নওশাবার, কারাগারে পাঠানোর নির্দেশ

গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে আটক বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নওশাবার পক্ষের আইনজীবী তাঁর জামিনের আবেদন করলে সেটি খারিজ করে দিয়ে আদালত আজ (২০ অগাস্ট) এই আদেশ দেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শকের মাধ্যমে নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়। তিনি নওশাবাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

দুই দফায় রিমান্ডে নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ অগাস্ট নওশাবাকে ঢাকা মেডিকেলের নিউরো-সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আজ দুই পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে নওশাবাকে গত ৪ অগাস্ট ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশের অভিযােগ, নওশাবা জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছিলেন।

Loading...