loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নাটকে ফিরলেন অভিনেত্রী পরীমনি


নাটকে ফিরলেন অভিনেত্রী পরীমনি

মিডিয়ায় পরীমনির আগমন নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর ঢালিউডে এসে চমক লাগিয়ে দিয়েছেন। তবে সফলতা দিয়ে নয় - প্রথম ছবি মুক্তির আগেই ডজনখানেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে।

এরপর তাঁর অভিনীত অনেক ছবিই মুক্তি পায়। কিন্তু বিশাল সাফল্য অনেকটা অধরাই রয়ে যায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিও তাঁর ক্যারিয়ারে বিশেষ কিছু যোগ করতে পারেনি। আর এজন্যই বোধহয় নাটকেই ফিরলেন এই অভিনেত্রী।

ইন্টারনেটভিত্তিক একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে বিশেষ চমক হিসেবে সবাইকে এ-নাটকে অভিনয়ের কথা জানান পরী। আট পর্বের ধারাবাহিক নাটকটির নাম ‘শেষের কবিতা’। রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। এর লাবন্য চরিত্রে দেখা যাবে তাঁকে।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমকে পরী জানান, তিনি এ-পর্যন্ত চারবার পড়েছেন উপন্যাসটি। ছোটবেলায় একবার পড়েছিলেন, তবে তখন ভালোভাবে বুঝতে পারেননি। এরপরে যতবারই পড়েছেন, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে তাঁর। তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন লাবণ্য চরিত্রে অভিনয় করার।

‘শেষের কবিতা’ ভারতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এ প্রকাশ হবে বলে জানা গেছে। আগামী ১ ডিসেম্বর নাটকটির শুটিং শুরু হবে এবং ২০১৯ সালের ভালোবাসা দিবসে এটি প্রচারে আসবে বলে আশা করা হচ্ছে।

Loading...