loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

১০০০ টাকার নতুন নোট আসছে


১০০০ টাকার নতুন নোট আসছে

নোট জাল হওয়া প্রতিরোধের লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা সংযোজন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিদ্যমান ডিজাইনে ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা-বৈশিষ্ট্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬০ মিলিমিটার/৭০ মিলিমিটার পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (২৩ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ইস্যু করা হবে।

নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে থাকা নোটের নিরাপত্তা সুতার চেয়ে উন্নততর এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন - যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন নোটে বর্তমানে বাজারে থাকা ১০০০ টাকার ব্যাংক নোটের রং ও নকশা অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সামনের ভাগের বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে।

নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবিযুক্ত হালকা লাল রংয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনী রংয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Loading...