loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

উইদোদো টানা দু’বার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত


উইদোদো টানা দু’বার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত

ইন্দোশিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নিবার্চিত হয়েছেন জোকো উইদোদো। মঙ্গলবার (২১ মে) নির্ধারিত সময়ের একদিন আগেই ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে আবারো ক্ষমতায় বসছেন উইদোদো। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

অবশ্য ফলাফল প্রকাশের আগেই নির্বাচনে বিশাল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ৬৭ বছর বয়সী প্রাবোও সুবিয়ান্তো। ২০১৪ সালের নির্বাচনে উইদোদোর কাছে হেরে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। সেই চ্যালেঞ্জও হেরে যান তিনি। 

প্রাবোও এবারের নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে যাবেন কি-না তা এখনো নিশ্চিত নয়; যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। 

ইন্দোশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে উইদোদো ৫৫.৫% ও প্রাবোও পেয়েছেন ৪৪.৫% ভোট। এতে প্রায় ১৯ কোটি ২০ লাখ ভোটার ২০ হাজার আইনপ্রণেতা নির্বাচিত করেন।

২০১২ সালে জাকার্তার গভর্নর হয়ে প্রথমবারের মতো রাজনীতিতে পা রাখেন ৫৭ বছর বয়সী জোকো উইদোদো। ২০১৪ সালে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। তাঁর শাসনামলে ইন্দোনেশিয়ার অর্থনীতি সুস্থির গতিতে এগিয়ে চলেছে।

যদিও এবারের নির্বাচনের আগে বেশকিছু সমর্থক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে উইদোদোর সঙ্গ ত্যাগ করেন। এছাড়া, ইন্দোনেশিয়ায় চিনের বিনিয়োগকারীদের জন্য তাঁর দেওয়া বিশেষ সুযোগ-সুবিধার বিষয়েও আপত্তি তুলেছেন অনেকেই।

Loading...