loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চার দশক পূর্তিতে মাইল্সের বিশেষ পরিকল্পনা


চার দশক পূর্তিতে মাইল্সের বিশেষ পরিকল্পনা

বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ডদল মাইল্স। ১৯৭৯ সালে গড়ে ওঠা ব্যান্ডটি গানে গানে পূর্ণ করলো ৪০ বছর। এ-উপলক্ষে ব্যান্ডের সদস্যরা গ্রহণ করেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সোমবার (১৭ জুন) ‍বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিকল্পনাসমূহ তুলে ধরেছে মাইল্স। এতে উপস্থিত ছিলেন মাইল্সের বর্তমান সদস্যবৃন্দ - হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদ সম্মেলনে ৪০ বছরের বিভিন্ন সময়ে মাইল্সের জনপ্রিয় গান ও কার্যক্রমের উপর একটি লিরিক্যাল ভিডিও প্রদর্শন করা হয়। এরপর আগামী ছয় মাসের পরিকল্পনার কথা তুলে ধরেন হামিন, শাফিন ও মানাম।

মাইল্স-সদস্যরা বলেন, চারদশক পূর্তি উপলক্ষে দলটি দেশ ও দেশের বাইরে ছয় মাসব্যাপী বিশেষ কনসার্ট করবে। এই অনুষ্ঠান দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে ‘মাইল্স ফোর্টিথ্ অ্যানিভার্সারি লাইভ’ নামে চারমাস কনসার্ট করা হবে। এগুলো হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায়।

কনসার্ট শুরু হবে আগামী ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে। যুক্তরাষ্ট্রে ১০টির মতো কনসার্ট করা হবে। এরপর সেপ্টেম্বরে কানাডায় পাঁচটি এবং অক্টোবরে অস্ট্রেলিয়ায় চারটি অনুষ্ঠান করবে মাইল্স।

দ্বিতীয়ভাগে ‘ম্যাজিক অফ মাইল্স’ শুরু হবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে। এর আওতায় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে একটি করে কনসার্ট হবে। 

৪০ বছর পূর্তির সর্বশেষ গ্র্যান্ড কনসার্টটি হবে ঢাকায়। এতে মাইল্সকে শুভকামনা জানিয়ে গান পরিবেশন করবে দেশের প্রথম সারির কয়েকটি ব্যান্ডদল।

এছাড়া, বিভিন্ন সময়ে মাইল্সের জনপ্রিয় গানগুলো নিয়ে একটি সংকলন প্রকাশ করা হবে। তবে এ-বিষয়টি নিশ্চিত করা হবে ৪০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে।

১৯৭৯ সালে ফরিদ রশিদ, কামাল, হামিন আহমেদ, শাফিন আহমেদের হাত ধরে ঢাকায় গড়ে ওঠে ব্যান্ডদল মাইল্স। কিছুদিন পরে দল যোগ দেন মানাম। অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে চলে গেলেও হামিন, শাফিন, ও মানাম ধরে রাখেন ব্যান্ডটির কার্যক্রম।

এ-পর্যন্ত মাইল্স-এর ১১টি অ্যালবাম প্রকাশ হয়েছে। এর মধ্যে রয়েছে দু’টি ইংরেজি অ্যালবাম। তাঁদের প্রথম বাংলা অ্যালবাম হলো প্রতিশ্রুতি (১৯৯১)। এরপরে প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬), প্রতিচ্ছবি (২০১৫), প্রবর্তন (২০১৬) অ্যালবামগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

মাইল্সের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে - প্রথম প্রেমের মতো, চাঁদ তারা সূর্য, সুপ্ত বাসনা, দরদিয়া, ধিকিধিকি, ফিরিয়ে দাও, নীলা, স্বপ্নভঙ্গ, কতকাল খুঁজবো তোমায়, হৃদয়হীনা, পাহাড়ি মেয়ে, জ্বালাজ্বালা, ভুলবো না তোমাকে, তুমি নাই, পলাশীর প্রান্তর, প্রতীক্ষা, প্রিয়তমা, প্রিয়তমা মেঘ প্রভৃতি।

Loading...